আজ বিশ্ব নৃত্য দিবস। বিশ্বের সকল নৃত্যশিল্পী ও শৈল্পিক ধারার মানুষদের জন্য অত্যন্ত আনন্দের ও বিশেষ একটি দিন। প্রতি বছর এপ্রিল মাসের ২৯ তারিখে বিশ্ব নৃত্য দিবস পালিত হয়।দিবসটি তাদের জন্য উদযাপিত হয় যারা নৃত্যকলার মূল্য ও গুরুত্ব সম্পর্কে অবগত। দিবসটি সরকার,রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সেসকল প্রতিষ্ঠানের জাগরণী বার্তা হিসেবে কাজ করে যারা এখনো নৃত্যকলার মূল্য সম্পর্কে অনভিজ্ঞ।
কিভাবে দিবসটির সূচনা
সর্বপ্রথম ১৯৮২ সালে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউটের নৃত্য সংগঠন ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন শুরু করে। ২৯ এপ্রিল হলো আধুনিক ব্যালেটের জনক জিন জর্জেস নভেরির(১৭২৭-১৮১০) জন্মবার্ষিকী।দিবসটি শুধুমাত্র নৃত্যকে উদযাপনের জন্যই পালিত হয় না। বরং,দিবসটির মাধ্যমে নৃত্যকলার বিভিন্ন শাখা সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষাও নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়।
প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্ট ও উৎসব এর আয়োজন করা হয়। সেখানে সকলকে নৃত্যে অংশগ্রহণে উৎসাহিত করা হয় এবং নৃত্য যে এক প্রকার শিল্পচর্চার অংশ সে সম্পর্কেও ধারণা প্রদান করা হয়। ১৯৯২ সালে ইউনেস্কো আন্তজার্তিক থিয়েটার ইন্সটিটিউটকে আনুষ্ঠানিকভাবে দিবসটির স্রষ্টা এবং সংগঠক হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
প্রতি বছরে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট তার সদস্যদের দাওয়াত পাঠায়,সেই সাথে আমন্ত্রণ করে নৃত্যশিল্পী,নৃত্যপরিকল্পনাকারী,নৃত্যকলার শিক্ষার্থী এবং উৎসাহীদের উৎসব উদযাপনে অংশগ্রহণের জন্য। ২০১৭ সালে তিনদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছিল চীনের সাংহাইয়ে। অনুষ্ঠানসূচী শহরভেদে আলাদা হতে পারে। তবে সাধারণত বিশ্বের নানাপ্রান্তের শিল্পীদের নৃত্য,শিক্ষার্থীদের নৃত্য,প্রেরণাদায়ক বক্তৃতা এবং উক্ত বছরের জন্য বার্তাপাঠ প্রত্যকে উৎসবেরই প্রধান অংশ হয়ে থাকে।
আন্তর্জাতিক নৃত্য দিবসকে পরিচিতি প্রদানের লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট একজন অসাধারণ প্রতিভাবান নৃত্যশিল্পীকে দূত করে উৎসবের বার্তাবাহক হিসেবে। বার্তায় ফুটে উঠে নৃত্যশিল্পের ক্ষমতা,জীবনের সাথে নৃত্যকলার সখ্যতার গল্প।
বার্তাটি নৃত্য দিবসের অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়। পরবর্তীতে তা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয় এবং বিশ্বব্যাপী প্রচারিত হয়।
২০২০ সালের জন্য দক্ষিণ আফ্রিকার গ্রেগরি ভুয়ানি ম্যাকোমাকে আন্তর্জাতিক নৃত্য দিবস’২০২০ এর দূত হিসেবে ভূষিত করা হয়েছে। তিনি লিখেছেন- “আমরা অকল্পনীয় দুঃসময় এর মধ্য দিয়ে যাচ্ছি,এমন এক সময়ে যা আমি উত্তর-পরবর্তী যুগ হিসেবে বর্ণনা করতে পারি। যেকোন সময়ের চেয়ে বেশি এখন আমাদের উদ্দেশ্য নিয়ে নাচতে হবে,বিশ্বকে স্মরণ করিয়ে দিতে হবে যে মানবতা এখনও বিদ্যমান। অবিশ্বাস্য, অপার্থিব ভূ-দৃশ্য যা সার্বজনীন বেদনাকে জাগিয়ে তুলেছে দুঃখকে জয় করে,এমন কঠিন বাস্তবতা যা মৃত্যু,প্রত্যাখ্যান ও দারিদ্রের দ্বারা মুখরিত জীবনকে অব্যাহত রেখেছে, তা বছরের পর বছর ধরে কাটিয়ে উঠতে প্রয়োজন হবে উদ্দেশ্যে এবং সহানুভূতি।”
বিশ্ব নৃত্য দিবসে কিছু বিখ্যাত মানুষের কথাঃ
নাচ সম্পর্কে বর্ণণা করতে যেয়ে বিখ্যাত ডাক্তার হ্যান্স বোস বলেন, “Whereas I dance I can’t decide,I can’t hate,I can’t separate myself from life. I can solely be joyful and complete. Because of this I dance.”
বিখ্যাত মুসলিম কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি বলেছেন, “Dance, if you’re damaged open.Dance,should you’ve torn the bandage off.Dance in the course of the preventing. Dance in your blood. Dance if you’re completely free.”
বিখ্যাত সুরকার লুইস হোর্স্ট নাচ সম্পর্কে বলেছেন, “Dance for your self. If somebody understands, good. If not, irrespective of.”
পরিশেষে, বিশ্ব নৃত্য দিবসেই নয় শুধু, নৃত্যকলা সমাদৃত হোক প্রতিটি দিন। নিজস্ব চেষ্টায় যারা ধরণীর বুকে টিকিয়ে রেখেছে নৃত্যশিল্পকে, তারা পাক তাদের প্রাপ্য মর্যাদা।