ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২০ এর জন্য দুটি শ্রেণীতে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহবান করছে।
১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সময় পর্যন্ত প্রচারিত বা প্রকাশিত দুর্নীতি প্রতিবেদন গ্রহণযোগ্য হবে।
শ্রেণী | বিষয় |
প্রথম | সকল ধরণের দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন |
দ্বিতীয় | জলবায়ু প্রকল্পে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন |
বিভাগ | পুরস্কার | আবেদনের যোগ্যতা |
জাতীয় সংবাদপত্র বিভাগ | প্রত্যেক বিজয়ী পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা, সম্মানপত্র এবং ক্রেস্ট | ডাকযোগে প্রতিবেদন জমা দিতে হবে |
আঞ্চলিক সংবাদপত্র বিভাগ | প্রত্যেক বিজয়ী পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা, সম্মানপত্র এবং ক্রেস্ট | অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন ব্যতীত কেউ একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না। ২০১৭-২০১৯ পর্যন্ত কেউ টানা দুবার একই বিভাগে পুরষ্কার পেলে তিনি এবার অংশ নিতে পারবেন না। |
টেলিভিশন বিভাগ | ক. সংবাদ প্রতিবেদনের জন্য প্রত্যেক বিজয়ী পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা, সম্মানপত্র এবং ক্রেস্ট। খ. ক্যামেরাপারসনের বিশেষ ভূমিকা থাকলে তাকেও ৫০ হাজার টাকা দেয়া হতে পারে। গ. অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠানের ( ডকুমেন্টারি ) এর জন্য এক লক্ষ পঞ্চাশ হাজারটাকা, সম্মানপত্র এবং ক্রেস্ট। | প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। প্রতিবেদনের নাম ,তারিখ সহ বিস্তারিত তথ্য দেয়া লাগবে। |
আবেদন পদ্ধতি
ডাকযোগে বা সরাসরি গিয়ে জমা দিতে হবে ।
মাইডাস সেন্টার , লেভেল ৪ ও ৫ , বাড়ি ০৫ , রোড ২৭ ( পুরনো ) , ধানমন্ডি , ঢাকা -১২০৯।
ফোন- 9124788, 9124789, 9124792
ইমেইল- advocacy@ti-bangladesh.org
আবেদনের শেষ তারিখ: মে ৩১, ২০২০ (৭০ দিন বাকি)