শ্যাডো নিউজঃ টি টুয়েন্টি তে ভারতকে কি অপরাজেয় বললে ভুল হবে? বলাটা সত্যিই অতিরঞ্জিত কিছু হবে না। সর্বশেষ পরিসংখ্যান বলছে, ভারত সব শেষ ১৯ টি টুয়েন্টি ম্যাচের একটিতেও হারেনি।
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল ভারতের ৷ পরপর দুটি ম্যাচে সুপারওভারে জেতার পর দারুণ চাঙ্গা হয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ এদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে ছিলেন ৷ অধিনায়কের দায়িত্বে থাকা রোহিত শর্মা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সঞ্জু স্যামসন ব্যর্থ হলেও লোকেশ রাহুলের ঝকঝকে ৩৩ বলে ৪৫ রান ও অধিনায়ক রোহিত শর্মার ৪১ বলে ৬০ রানে ভর দিয়ে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করে টিম ইন্ডিয়া ৷ ৩১ বলে ৩৩ রান করেন শ্রেয়স আইয়ার ৷
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড ৷ ফর্মে থাকা মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো বিশেষ কিছু করতে পারেননি ৷ মাত্র ২ রান করে বুমরাহের শিকার হন গাপ্টিল ৷ মুনরোকে আউট করেন ওয়াশিংটন সুন্দর ৷
ব্রুস ০ রানে আউট হয়ে যান ৷ সেইলফ্র্যাট ও এল পি টেলর কিউয়িদের লড়াইতে রাখেন ৷তবে এই লড়াই বেশিক্ষণ টেকেনি ৷ ৩০ বলে ৫০ রান করে আউট হন সেইলফ্র্যাট ৷এরপর টেলর চেষ্টা করলেও অন্যদিকে উইকেট পরপর পড়তে থাকে৷ ৪৭ বলে ৫৩ রান করে আউট হন টেলর৷ এর আগে চারটি টি টোয়েন্টি অলরাউন্ড টিম পারফরম্যান্স দিয়ে সিরিজ পকেটে পুরেছিল ভারত ৷ কিউয়িদের দেশে এটাই ভারতের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় ছিল ৷ ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানেই থমকে যায় কিউয়িদের ইনিংস ৷ ম্যাচসেরা হন জাসপ্রিত বুমরাহ। সিরিজসেরা নির্বাচিত হন লোকেশ রাহুক।
উল্লেখ্য, এ জয়ের মাধ্যমে ভারত টি টুয়েন্টি ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ৫-০ তে সিরিজ জিতে নিল। হোয়াইট ওয়াশ হওয়ার পাশাপাশি টি টুয়েন্টি ফরম্যাটে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সর্বোচ্চ ম্যাচ পরাজয়ের স্বাদ নিল (২৩ টি)।