গত মাসে ইনস্টাগ্রাম জানায়, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সম্মিলিত চ্যাটিংয়ের সুুুুবিধা দিতে কাজ করছে ফেসবুক। অবশেষে এই সুবিধাটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফলে আলাদা আলাদা মেসেঞ্জার-ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করলেও মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রামে কিংবা ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা যাবে।

ইনস্টাগ্রামের নতুন এই আপডেটে “There’s a new way to Message on instagram” অর্থাৎ “ইনস্টাগ্রামে বার্তা পাঠানোর নতুন উপায় এসেছে” লেখা থাকবে। ইনস্টাগ্রামের নতুন এই আপডেটে থাকছে চ্যাট বক্সের রং পরিবর্তন, যেকোন ইমোজির মাধ্যমে রিয়েক্ট, সেলফি স্টিকার এবং ফরোয়ার্ডিং, এনিমেটেড মেসেজ ইফেক্টস, ফেসবুক ফ্রেন্ডদের সাথে চ্যাট করার সুবিধা।
এছাড়াও থাকছে ভ্যানিশ মোড যার মাধ্যমে কোন পাঠানো মেসেজ দেখার পর নির্দিষ্ট সময় শেষে মেসেজগুলো অদৃশ্য হয়ে যাবে। তবে এজন্য আলাদা মোড চালু করতে হবে। থাকছে ভিডিও কলে একসঙ্গে ভিডিও দেখার সুবিধা। ব্যবহারকারীরা চাইলে মেসেঞ্জারের সাথে একীভূত সেবাটি নেয়ার অপশন নাকোচও করতে পারবেন।
ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। চাইলে এটি বন্ধ করে রাখা যাবে কিংবা ঠিক করে দেওয়া যাবে কে বার্তা পাঠাতে পারবে, কে পারবে না। সুবিধাগুলো ফেসবুকের নতুন অ্যাকাউন্টস সেন্টার থেকেও নিয়ন্ত্রণ করা যাবে।
বিশ্বের কয়েকটি দেশে ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারে এই নতুন ফিচারগুলো উম্মুক্ত করা হয়েছে এবং শীঘ্রই আমরা বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করা হবে। আমাদের অ্যাপ্লিকেশনগুলি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ রাখা আরও সহজ করার এটি কেবলমাত্র এই সূচনা।

অ্যাকাউন্টস সেন্টার
প্রসঙ্গত, “অ্যাকাউন্টস সেন্টার” নামে একটি সুবিধা নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফলে ইউজাররা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এ তিনটি অ্যাপের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

একই কনটেন্ট পোস্ট করার জন্য অ্যাপ্লিকেশন স্যুইচ করা বা ক্রেডিট কার্ডের তথ্য কয়েকবার দেয়া বিরক্তিকর। ইউজারদের এ বিষয়টির কথা মাথায় রেখে “অ্যাকাউন্টস সেন্টার” চালু করেছে ফেসবুক। “অ্যাকাউন্টস সেন্টার” সেকশনটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের সেটিংস সেকশনে পাওয়া যাবে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একইসময়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা তাদের নাম এবং প্রোফাইল ফটো সিনক্রোনাইজেশন করতে পারবেন। এইভাবে, যদি ফেসবুকে নিজের নাম বা প্রোফাইল ফটো পরিবর্তন করা হলে তবে এটি ইনস্টাগ্রামেও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। তবে চাইলে প্রোফাইল নেম এবং ফটো সিনক্রোনাইজেশন বন্ধ করাও যাবে।

এছাড়া একক সাইনইন অপশন থেকে ফেসবুকে লগইন করার মাধ্যমে এটির বিভিন্ন সেবায় সহজে যুক্ত হওয়া এবং অ্যাকাউন্ট রিকোভার করা যাবে।
যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য অ্যাকাউন্টস সেন্টারে ফেসবুক পে যুক্ত করা হবে। যার মাধ্যমে একবার পেমেন্ট তথ্য প্রবেশের মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্লাটফর্মে কেনাকাটা কিংবা ডোনেশন করা যাবে।

ফেসবুক বলছে যে নতুন অ্যাকাউন্টস সেন্টারের পরীক্ষা চলতি সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে শুরু হবে। যদিও সব অ্যাকাউন্ট সংযুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক না। প্রয়োজনে ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি ইনস্টাগ্রামে ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
আপনার মতামত দিন