শ্যাডো নিউজঃ গ্রাহকরা যে ফোনটি কিনতে চাচ্ছে বা কিনছে সেটি আসল নাকি অবৈধ পথে আমদানি হচ্ছে জানা যাবে বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিষ্টার বা এনআইআর নামক এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাজারের সকল মোবাইলগুলি পরিক্ষা করে দেখা যাবে।
বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) অনুমোদিত এ পদ্ধতি আমদানিকৃত সকল মোবাইল যাচাই করার প্রযুক্তিটি মার্চে আসবে বলে জানা গেছে। সংশ্লিষ্টগন জানিয়েছেন, জানুয়ারির শুরুর দিকে কমিশন এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদনের পর সরকারের চুড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে।
এছাড়াও বিটিআরসি সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের অনুমোদন পেলে মার্চের মধ্যে এ প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের কাজ শেষে এনআইআরএর স্থাপনের কাজ শেষ করতে পারবেন।
গত বছর জুন মাসে বিটিআরসি জানিয়েছিলো, এনআইআরের মাধ্যমে যাচাই করা হলে বিটিআরসিও তাদের উদ্যোগে অবৈধ ফোনগুলো বন্ধ করার ব্যবস্থা করবে। তাছাড়া তারা আরও জানিয়েছিলো, যদি ভুয়া বা নকল করা আইএমআই কোনো মোবাইল পাওয়া যায় সেগুলো বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, বিটিআরসি ইতিমধ্যে আইএমআই ডেটাবেজ স্থাপন করেছে। এনআইআর স্থাপনের কাজ শেষ হলে অবৈধভাবে আমদানি করা নকল ফোনগুলো সনাক্ত করা সহজ হবে বলে আশা করা যাচ্ছে।