শ্যাডো নিউজঃ করোনা সংক্রমণ প্রতিহত করতে দেশকে অনেকটা লকডাউন ঘোষণা করেছে সরকার। এমতাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে বড় একটা অংশ। বিশ্বের অনেক ক্রীড়াবিদদের মত দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও ইতোমধ্যে কয়েক’শ নিম্ন আয়ের লোকের খাদ্যের ব্যবস্থা করছেন, যার পুরোটাই তার নিজস্ব তহবিল থেকে।
নিজ এলাকা নড়াইলের অসহায়, দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে আজ থেকে। জানা গেছে, নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, তেল, পেয়াজ, সাবান ও লবণ সম্বলিত একটি করে প্যাকেট পৌছে দেওয়া হবে দুর্যোগকালীন মুহূর্তে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে।
জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক শুধু খাদ্যসামগ্রী নয় বেশ আগেই ঘোষণা দিয়েছেন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের জন্য ৫০০ টি পিপিই দেওয়া হবে। আজ প্রাথমিকভাবে ২০০ টি পিপিই পৌছে দেওয়া হয়েছে চিকিৎসকদের কাছে। পরবর্তী ধাপে ৩০০ টি পিপিই প্রদানের কথা রয়েছে।

এদিকে মাশরাফি ছাড়াও জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন এই সংকটময় পরিস্থিতিতে। লিটন দাশ ও রুবেল হোসেন নিজ উদ্যোগে গরীব, অসহায়ের কাছে পৌছে দিয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এর আগে করোনা সংক্রমণ প্রতিহত তহবিলে সম্মিলিতভাবে ৩০ লাখ ১৫ হাজার টাকার অনুদান দেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার।