শ্যাডো নিউজঃ গারবিন মুগুরুজাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন সোফিয়া কেনিন। ২১ বছর বয়সী মার্কিন তারকার এটিই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা।
শনিবার প্রতিযোগিতার ফাইনালে প্রথম সেট হেরে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের দুই সেট জিতে নেন কেনিন। ৪-৬, ৬-২, ৬-২ গেমে ম্যাচ নিজের করেছেন তিনি।
এর আগে রাশিয়ার বংশোদ্ভুত মার্কিন টেনিস সুপারস্টারের সেরা পারফরম্যান্স ফরাসি ওপেনে। গত বছর ফরাসি ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল ২১ বছরে তরুণী। অতীতে গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের গাঁট পার করতে বারবার ব্যর্থ হলেও এবার চ্যাম্পিয়ন হয়ে কোর্ট ছাড়লেন সোফিয়া।

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী কেনিনের এদিনের জয় অবশ্য সহজে আসেনি। ম্যাচের শুরুতে দাপটের সঙ্গে খেলে গার্বাইন মুগুরুজা প্রথম সেট জিতে নেন। ৬-৪ ব্যবধানে মুগুরুজা প্রথম সেটটিটিতে জয় পান। এরপর টুর্নামেন্টে ১৪ তম বাছাই সোফিয়া ম্যাচে ফেরে। দ্বিতীয় সেটে ক্রমেই মুগুরুজার বিরুদ্ধে লিড বাড়িয়ে ৬-২ ব্য়বধানে সেট জিতে নেন সোফিয়া।
তৃতীয় সেটে একেবারে যেন দ্বিতীয় সেটের রিপিট টেলিকাস্ট। ৬-২ ব্যবধানে ফের তৃতীয় সেট জিতে নেন কেনিন। ২ ঘন্টা ৩ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ক্যাবিনেটে তুললেন সোফিয়া।
উল্লেখ্য গত ১২ বছরে কেনিন সর্বকনিষ্ঠা টেনিস তারকা, যিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। এর আগে ২০ বছর বয়সে মারিয়া সারাপোভা ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন।
মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সোফিয়া। ২১ বছর ৮০ দিনে কেনিন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়নশিপের মুকুট জিতলেন। সারাপোভা ও সোফিয়া কেনিনের পর তৃতীয় কম বয়সি হিসেবে নাওমি ওসোকা ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন।