অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপে ভর্তি পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল সুযোগ। এখন থেকে আর ভর্তি কোচিং করতে কষ্ট করে ঢাকা কিংবা দূরে কোথাও যেতে হবে না। ভর্তি পরীক্ষার্থীরা ঘরে বসেই নিতে পারবে ভর্তি প্রস্তুতি। ভর্তি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে (মূলত যাদের বাইরে কোচিং করতে যেতে সমস্যা) অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপের এই বিশেষ আয়োজন।
২০২০-২১ সেশন থেকে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপের মাধ্যেমে শিক্ষার্থীরা অনলাইনেই নিতে পারবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
যেসকল সুযোগ সুবিধা থাকছেঃ
- উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর বিগত সালের প্রশ্নপত্র সলভ।
- প্রতিদিন অনলাইন ক্লাস, সলভ ক্লাস এবং লাইভ এক্সাম।
- বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্পেশাল মডেল টেস্ট এবং লাইভ এক্সাম।
- এক্সক্লুসিভ সাজেশন + লেকচারশিট।
- অধ্যায় এবং টপিক ভিত্তিক প্রস্তুতি (এমসিকিউ & এসএকিউ)।
- পারসোনাল কনসালটেন্সি।
কোচিং চলবে এইচএসসি পরীক্ষার পর থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কোচিং কে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমনঃ
- বেসিক প্রস্তুতি (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা),
- ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি,
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি,
- মেডিকেল/ডেন্টাল স্পেশাল প্রস্ততি,
- সাধারন বিশ্ববিদ্যালয়(বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা),
- কৃষি বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি,
- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি,
- প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি ,
- পূর্ণাঙ্গ প্রস্তুতি(বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা)।এই প্যাকেজ সুবিধা গুলো নেয়ার জন্য কিছু ফি নির্ধারণ করা হয়েছে।
প্যাকেজ অনুযায়ী যেমন ফি নির্ধারন করা হয়েছেঃ
বেসিক প্রস্তুতি(বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) | ৫০০ টাকা |
ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি | ৩০০ টাকা |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি | ২০০ টাকা |
মেডিকেল/ডেন্টাল স্পেশাল প্রস্ততি | ২০০ টাকা |
সাধারন বিশ্ববিদ্যালয়(বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) | ৩০০ টাকা |
কৃষি বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি | ২৫০ টাকা |
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি | ৩০০ টাকা |
প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রস্তুতি | ৩০০ টাকা |
পূর্ণাঙ্গ প্রস্তুতি(বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) | ১০০০ টাকা |
ভর্তি প্রস্তুতিকে আরো সহজ লভ্য করতে সুযোগ দেওয়া হচ্ছে ৫০% ডিসকাউন্ট এর। ৫০% ডিসকাউন্ট পেতে রেজিষ্ট্রেশন করতে হবে ৩১ মার্চ এর আগে। এক্ষেত্রে কোর্স ফি পরিশোধ করতে হবে বিকাশ/রকেটের মাধ্যমে। ৫০% ডিসকাউন্ট পেতে রেজিষ্ট্রেশন করতে পারেন এখান থেকেই।রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন নিচের লিংকে।
অনলাইন ক্লাস শুরুঃ ১৫ মে ,২০২০ থেকে।
শ্যাডো নিউজ এর সাথে কথা হয়, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এর পরিচালক আবদুল্লাহ আল মামুন এর সাথে, তিনি তার এই উদ্যোগের বেপারে বলছিলেন, “২০১৮ সাল থেকে চেষ্টা করে যাচ্ছিলাম কিভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট কমানো যায়। ইতোমধ্যে আমরা আমাদের তথ্য এবং সেবা দিয়ে দেশের জনপ্রিয় এডমিশন প্লাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিতে পেরেছি। এতকিছুর পরেও একটা অপূর্ণতা রয়ে গিয়েছিল, ইচ্ছে ছিল গ্রামের যে শিক্ষার্থী টাকার অভাবে ঢাকা এসে কোচিং করতে পারছে না। কিংবা সেকন্ড টাইমার যার ২য় বার ভর্তি কোচিং এ ভর্তি হওয়াটা খুব বেশী জরুরী নয়, বিশেষ করে মেয়েদের কোচিং এর ব্যাপারে ফ্যামিলি থেকে খুব কম সাপোর্ট পায় তাদের জন্য এবার অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এর আয়োজন “পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি এখন ঘরে বসেই” একজন শিক্ষার্থী মাত্র ৫০০ টাকা দিয়ে তার ভর্তি প্রস্তুতি শেষ করতে পারবে। অনেক দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং স্টুডেন্ট এর ফিডব্যাক এর উপর ভিত্তি করেই এবারের এই প্রচেষ্টা।” তিনি ধন্যবাদ জানান টিম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এর প্রতিটি সদস্যকে, ”যাদের আপ্রাণ চেষ্টায় আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন শিক্ষার্থীদের জন্য উপকারী বিভিন্ন সার্ভিস নিয়ে আসতে পারি।”
অংশগ্রহণ করতে এখন ই প্লেস্টোর থেকে “Admission Assistant” অ্যাপটি নামিয়ে নিন।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ফেইসবুক পেইজ কিংবা হেল্পলাইনে।
হেল্পলাইনঃ 01646663999 (সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা)।
আপনার মতামত দিন