বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এসময় পরীক্ষার জন্য আবেদন করা থেকে শুরু করে পরীক্ষা, রেজাল্ট এবং ভর্তি হওয়াসহ নানান বিষয়ে বেশ আতঙ্কিত থাকেন শিক্ষার্থীরা। কি করতে যেয়ে কি করলাম, ঠিক করলাম নাকি ভুল করলাম এমন দিধা-দ্বন্দ্বে কাটে সারাক্ষন। যেন মাথার উপর দিয়ে বয়ে যায় এক মহাপ্রলয়। তবে পরীক্ষার্থীদের এমন সব সমস্যা দূর করবে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট নামের একটি অ্যাপ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এই আ্যাপটিতে।
প্লে-স্টোর থেকে বিনামূল্যে পাওয়া যাবে আ্যাপটি। তবে বিশেষ কিছু সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিল পে করতে হবে। এটি যে কোন স্মার্ট ফোনে ব্যবহার করা যাবে। ই-মেইল মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেখা যাবে অ্যাপের বিশেষ ফিচারগুলো । একটি ফোন দিয়েই একাধিক অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করা যাবে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয় গুলোকে পাঁচ ভাগ করা হয়েছে।
i)সাধারণ বিশ্ববিদ্যালয়
ii) ইঞ্জিনিয়ারিং
iii)বিজ্ঞান ও প্রযুক্তি
iv)কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
v)মেডিক্যাল কলেজ।
যে শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান ক্যাটাগরি অনুযায়ী সেখানে ক্লিক করলেই জেনে যাবেন পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে অ্যাপটিতে।
বিজ্ঞপ্তি বোঝার সুবিধার্থে সহজ ফরম্যাট ও প্রতিটি বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপস ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না।
উল্লেখযোগ্য যেসব সুবিধা পাওয়া যাবেঃ
- অ্যাডমিশন কাউন্টডাউন নামের ফিচারটিতে কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন কখন শুরু ও শেষ তা একসঙ্গে তালিকা আকারে দেওয়া আছে।
- অ্যাপ- ই বাটনে ক্লিক করে কোন ঝামেলা ছাড়া আবেদন করার সুবিধা।
- পছন্দমতো বিশ্ববিদ্যালয়গুলোকে প্রিয় তালিকা করে রাখলে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তথ্যের বিশেষ বিজ্ঞপ্তি পাঠানো হবে।
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট, লাইভ এক্সামসহ রয়েছে গুরুত্বপূর্ণ টিপস।
- এডমিশন ইলিজিবিলিটি যাচাই করার সুবিধা। অর্থাৎ পরীক্ষার্থীর জিপিএ দিয়ে সার্চ দিলেই জানা যাবে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
>>এসএসসি, এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও ছবি দিয়ে ‘লগ ইন’ করার মাধ্যমেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। প্রতিবার আবেদনের সময় একই তথ্য বারবার দেওয়া লাগবে না। শুধু নির্দৃষ্ট ইউনিট , কোটা রয়েছে কি-না তা সিলেক্ট করেই আবেদন করা যাবে।
>>বিকাশ অথবা রকেটের মাধ্যমে ভর্তি ফরমের ফি প্রদান করার সুযোগ রয়েছে। তবে কেউ এই সুবিধা নিতে না চাইলে শুধু ফোন ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপটির বাকি সুবিধাগুলো নিতে পারবেন। এ ছাড়া, যখন যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র, আসন বিন্যাস, ফল প্রকাশিত হবে তা সঙ্গে সঙ্গেই দেখা যাবে।
>>পরীক্ষার সময় অচেনা শহরে যাতায়াত সংক্রান্ত সমস্যা থাকলেও এই অ্যাপ দেবে ‘ম্যাপিং’ সুবিধা। এতে পরীক্ষার্থী যে কোন জায়গা থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারো সাহায্য ছাড়াই চলে যেতে পারবেন। আর রয়েছে বাস, ট্রেন টিকেট, এমনকি হোটেল বুকিং করার সুবিধাও।
>>সম্প্রতি অ্যাপটিতে যুক্ত হয়েছে এইস.এস.সি পরীক্ষার্থীদের জন্য একটি নতুন ফিচার।যেখানে তারা প্রিপারেশন নিতে পারবে এবং দিতে পারবে মডেল টেষ্ট।ফাইনাল মডেল টেষ্ট থেকে সেরা ১০০ জনকে দেয়া হয় স্কলারশিপ।যার মাধ্যমে ভর্তি প্রস্তুতি নিতে পারবে একদম বিনামূল্যে।
শিক্ষাবৃত্তির জন্য রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/NwX8A8YCAgZ3s7NJ7


অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট টিমের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে পড়ালেখার সময় কম পায়। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময় যাতে নষ্ট না হয় সেই বিষয়টি সামনে রেখেই এই আ্যাপটি তৈরী করেছি। এই আ্যপটিতে আছে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে, কোন সিলেবাসে কী পড়তে হবে, ভর্তির যোগ্যতা কী, কীভাবে দূরের ক্যাম্পাসে যেতে হবে তার সমাধান। ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন বিশেষ কোন শিক্ষার্থীর বিশেষ জিজ্ঞাসা থাকলে তা সমাধানের জন্য ফেসবুক গ্রুপ ও পেজের পাশাপাশি রয়েছে বিশেষজ্ঞ টীমের কনসাল্টেশন সুবিধা। আশা করি আগামীতে আ্যপটিকে আরও তথ্য সমৃদ্ধ করতে পারবো।”