আগামী মৌসুম থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে দশ দল নিয়ে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএলে আসছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ।
সোমবার মুম্বাইয়ের তাজ হোটেলে এক নিলাম অনুষ্ঠানে এই দুই শহরকে আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুড়ান্ত করা হয়। ৫২০০ কোটি রুপি মূল্যে আহমেদাবাদের মালিকানা জিতে নেয় সিভিসি ক্যাপিটাল পার্টনারস। লক্ষ্ণৌর মালিকানা গেছে আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জীব গোয়েনকা। ৭০০০ কোটি রুপি দরে এই দলের মালিকানা লাভ করেন সঞ্জীব। এই প্রতিষ্ঠানটি এর আগে আইপিএলের রাইজিং পুনে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি টিরও মালিক ছিলো।
আরো পড়তে পারেন