শ্যাডো নিউজঃ এয়ারড্রপ নামে একটি ফিচার রয়েছে আইফোনে। আর ঠিক এরকমই একটি ফিচার যোগ করার কথা ভাবছে অ্যানড্রয়েড।
আইওএসের জনপ্রিয় এয়ারড্রপ নামের এ ফিচারটি আইফোন থেকে আইফোনে নিরাপদভাবে তারবিহীন ফাইল ট্রান্সফারের জন্য অত্যন্ত কার্যকর।
এ ফিচারটি অ্যানড্রয়েডে না থাকায় ব্যবহারকারীদের ফাইল ট্রান্সফারের জন্য ঝুকিপূর্ণ এ্যাপগুলো ব্যাবহার করতে হচ্ছে। যেগুলো তথ্য চুরি করে এমন গুঞ্জন একাধিকবার শোনা গেছে। আর এজন্য অ্যানড্রয়েড ব্যবহারকরীরা এয়ারড্রপের মতো একটি নিরাপদ ফিচারের দাবি করেছিলেন।
এস্কডিএ ডেভেলপার্স ফোরামে একটি প্রকাশিত প্রতিবেদনে এয়ারড্রপের মতো ফিচার আনার কাজ চলছে দাবি করেছেন এক্সডিএ ডেভেলপার্সের প্রধান সম্পাদক মিশাল রহমান। এবং ফিচারটি কেমন হতে পারে একটি ভিডিওর মাধ্যমে তাও দেখিয়েছেন।
তারা এ ফিচারটিকে নিয়ারবাই শেয়ারিং বলছেন। তবে ফিচারটি শেষ পর্যন্ত আসবে কীনা এ ব্যাপারে গুগল থেকে কিছু জানানো হয়নি। পিস্কেল ও ওয়ান প্লাস নামের ডিভাইসগুলোতে ফিচারটি শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। অ্যানড্রয়েডভিত্তিক যেসব ডিভাইসগুলো রয়েছে সেগুলোতেও ফিচারটি দিয়ে কিভাবে কাজ করানো যায় তা নিয়েও ভাবছে কোম্পানিটি।
অন্যদিকে স্যামসাংও এয়ারড্রপের মতো বিকল্প একটি ফিচার নিয়ে কাজ করছে। আর কোম্পানিটি তার নাম দিয়েছে কুইক শেয়ার।
উল্লেখ্য, এর আগেও বিম নামের একটি ফাইল শেয়ারিং চালু করেছিলো গুগল। কিন্ত সেটি পরবর্তীতে বাতিল করা হয়।