শ্যাডো নিউজঃ
হার্ডওয়্যার নির্মাতা আইবিএমের সিইও জিনি রমেটি পদত্যাগ করেছেন। আর তার পরিবর্তে নতুন সিইও হিসেবে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ। আইবিএমে তিনি ক্লাউড কগনিটিভ সফটওয়্যার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে তিনি সিইও হিসেবে যোগ দিবেন ৬ এপ্রিল,২০২০। আইবিএমের ১০৬ বছরের ইতিহাসে তিনি ১০তম সিইও হবেন। ২০১২ সালে জিনি রমেটি প্রেসিডেন্ট ও সিইও হিসেবে নির্বাচিত হন। আইবিএমে তার নেতৃত্বে ৬৫ টি কোম্পানি অধিগ্রহণ করে। এবং তার সময়কালেই আইবিএমের হাইব্রিড ক্লাউড, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লক চেইন ব্যাবসা প্রসার লাভ করে। জিনি রমেটি সিইও পদ থেকে পদত্যাগ করলেও চলতি বছরের শেষ পর্যন্ত আইবিএম পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইবিএমের নতুন সিইও অরবিন্দ কৃষ্ণ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর থেকে স্নাতক পাশ করেন অরবিন্দ। এবং তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ইলিনয়েস বিশ্ববিদ্যালয় থেকে ইলিকট্রকাল ও কম্পিউটার ইন্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি লাভ করেছেন এবং আইবিএমে তিনি ১৯৯০ সালে যোগ দেন।
সিইও হিসেবে বিদায় নিচ্ছেন Ginni Rometty
বিদায়ী সিইও জিনি রমেটি আইবিএমে কাজ করেছেন প্রায় ৪০ বছর। ২০১২ সালে তিনি প্রেসিডেন্ট ও সিইও নির্বাচিত হন। তার নেতৃত্বে আইবিএম ৬৫টি কোম্পানি অধিগ্রহণ করে। তার আমলেই আইবিএমের হাইব্রিড ক্লাউড, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন ব্যবসা প্রসার লাভ করে। সিইও হিসেবে পদত্যাগ করলেও চলতি বছরের শেষ পর্যন্ত আইবিএমের পরিচালনা পর্ষদে এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর অবসর নেবেন।
উল্লেখ্য, অরবিন্দ কৃষ্ণসহ মোট চারজন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাস্ট্রের প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব পেলেন। গুগল ও অ্যালফাবেটে আছেন পিচাই। মাইক্রোসফটের প্রধান হিসেবে আছেন সত্য নাদেলা। এছাড়াও অ্যাডোবির সিইও পদে আছেন সান্তনু নারায়ণ।