বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ বিকাল পৌনে পাঁচটায় দেশে পৌঁছাবে। বিমান-বন্দরে আকবর-হৃদয়দের বরণ করার পর বিসিবিতে দেয়া হবে সংবর্ধনা, নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এছাড়াও অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারি বিমানকে টার্মিনালে দেয়া হবে ওয়াটার স্যালুট। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করতে ইতিমধ্যেই সাজতে শুরু করেছে ক্রিকেট বোর্ড।
দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড়ো সাফল্য বলে কথা। সেজন্য পুরো বিসিবি এখন আকবর – ইমনদের দখলে। তাদের বরণ করতে সাজ সাজ রব বিসিবিতে। সুবিশাল ব্যানারে ছেয়ে গেছে আলোকসজ্জার ব্যবস্থা। বিমানবন্দরে ওয়াটার সেল্যুট ও ফুলেল শুভেচ্ছার পর বোর্ডের বাসে করে ক্রিকেটারদের নিয়ে আসা হবে মিরপুরে। সেখানে তাদের জন্য সংবর্ধনার পাশাপাশি থাকবে ডিনারের ব্যবস্থা।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুমন বলেন, “আমরা বিমানবন্দরে একটা রিসিপশনের ব্যবস্থা করছি এবং তারপর তাদেরকে আমরা বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়ে আসবো এবং এখানে কিছু আয়োজন রাখা হবে। পরবর্তীতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
এদিকে যুবদলের হেডকোচ নাভিদ নাওয়াজ, ট্রেইনার রিচার্ড স্টোনিয়ারসহ বিদেশি কোচিং স্টাফদের সাথে চুক্তি শেষ বিসিবির। এখন ট্রফিজয়ী এ কোচিং প্যানেলের সাথে চুক্তি বাড়াতে চায় বিসিবি।