পরীক্ষার তারিখ পিছানোর পর এবার বাড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদন সময়সীমা। বুধবার দুপুরে এই সম্পর্কে নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূর্বের তারিখ অনুযায়ী আগামীকাল ভর্তি আবেদন শেষ হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত “প্রযুক্তি ইউনিট” এর। কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হওয়া এবং চলমান কঠোর লকডাউনে শিক্ষার্থীদের দূর্ভোগের কথা চিন্তা করে আবেদনের সময়সীমা ১ মাস বাড়িয়ে আগামী ১৪ আগস্ট পর্যন্ত করা হয়েছে। একই সাথে ভর্তি পরীক্ষাও ২০ আগস্টের পরিবর্তে আগামী ২ অক্টোবরে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদনের সময়সীমাও ১৬ দিন বাড়ানো হয়েছে। পূর্বের তারিখ অনুযায়ী, আগামী ৩১ জুলাই আবেদন শেষ হওয়ার কথা ছিল গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের। কিন্তু সেই সময়সীমা ১৬ দিন বাড়িয়ে আগামী ১৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষার তারিখ ২৭ আগস্টের পরিবর্তে ১২ নভেম্বর করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে একের পর এক সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে। তারই ধারবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও আবেদন সময়সীমা পেছাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।