প্রত্যেক মানুষের কিছু সুপ্ত প্রতিভা রয়েছে।যা প্রকাশের সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল এবং বিবিসি ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক রেডিও নাটক লেখা প্রতিযোগিতা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের লক্ষ লক্ষ শ্রোতার নিকট নিজের লেখা গল্প শুনানোর দারুণ এক সুযোগ এটি।
যুক্তরাজ্যের বাইরের যেকোনো দেশের নতুন বা প্রতিষ্ঠিত লেখকরা তাদের স্ক্রিপ্ট জমা দিতে পারবেন। রেডিও নাটক যেকোনো বিষয়ের জন্য হতে পারে।তবে নাটকের দৈর্ঘ্য হতে হবে ৫৩মিনিটের ভিতর।
বিশ্বজুড়ে নতুন নাট্যকারদের খুজে বের করা ও তাদের মেধা প্রদশর্নের সুযোগ করে দেয়াই ব্রিটিশ কাউন্সিলর এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
এই প্রতিযোগিতা আপনার জীবন বদলে দেয়া অভিজ্ঞতা হতে পারে।
২০০৮ সালের প্রতিযোগিতার এক প্যানেলিস্ট বলেছিলেন, ” তোমার তিনটা চাকরী বা পাঁচটা সন্তান যাই থাকুক না কেন, চিত্রনাট্য তুমি লিখে যাও। শুধু লিখে দেখো, হয়ত লন্ডন আসার সুযোগ হয়ে যেতে পারে তোমার! বিবিসিতে তোমার লেখা গল্প প্রচার হতে পারে! তোমার গল্প লক্ষ লক্ষ শ্রোতারা শুনতে পারে!”
এজন্য, কারো যদি ভালো কোনো গল্প থাকে, সেই গল্প বিশ্বকে শোনাবার এই সুযোগ তার হাতছাড়া করা উচিত নয়।
চিত্রনাট্য জমা দেওয়ার নিয়ম:
- চিত্রনাট্য যেকোনো বিষয়ে হতে পারে।
- তবে ৫৩ মিনিটের ভেতর করা যায় এমন হতে হবে।
- সংখ্যায় তা ৯০০০-১০,০০০ শব্দের মধ্যে হতে হবে।
- গল্পে সর্বোচ্চ ছয়টি কেন্দ্রীয় চরিত্র থাকতে পারবে। তবে কেন্দ্রীয় চরিত্রে কোনো শিশু থাকা চলবে না।
পুরস্কার:
দুজন বিজয়ীর চিত্রনাট্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে রেকর্ড ও সম্প্রচারিত হবে।বিজয়ীরা ২,৫০০ স্টারলিং সমান অর্থমূল্যের পুরষ্কার পাবে। তাছাড়া লন্ডন ভ্রমণের সব খরচ প্রদান করা হবে।
শর্ট লিস্টে থাকা সম্ভাবনাময় লেখকদেরকে বিখ্যাত লেখক জর্জ মার্কভ এর নামানুসারে প্রশংসাপত্র দেয়া হবে।
আবেদন যোগ্যতা:
- ১৮ বছরের উপরের যে কেউ অংশ নিতে পারবে। তবে যুক্তরাজ্যের বাসিন্দা হওয়া যাবে না।
- প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকেরাও লেখা দিতে পারবেন।
- দুই ক্যাটাগরিতে লেখা নেয়া হবে।
- যাদের ফাস্ট ল্যাংগুয়েজ ইংরেজি তাদর জন্য একটা ক্যাটাগরি।আর ইংরেজি সেকেন্ড ল্যাংগুয়েজ হলে আরেক ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে জমা প্রদানকারীর ইংরেজি দক্ষতা যাচাইয়ে প্রমাণ চাওয়া হতে পারে।
- যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: যুক্তরাজ্য ব্যতীত সব জায়গার জন্য প্রযোজ্য।
আবেদন পদ্ধতি
- চিত্রনাট্য যেকোনো বিষয়ে হতে পারে।
- তবে ৫৩ মিনিটের ভেতর করা যায় চিত্রনাট্য নিজের পছন্দমতো বিষয়ে লেখতে হবে। তবে অবশ্যই সম্পূর্ণ ইংরেজিতে হতে হবে।
- স্ক্রিপ্টের সাথে ৪০০শব্দের ভিতরে গল্পের ছোট্ট একটা সারমর্ম থাকতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে।তবে ইমেইলে বা স্থানীয় ব্রিটিশ কাউন্সিল অফিসে গিয়েও গল্প জমা দেয়া যাবে। তবে এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এন্ট্রি ফর্ম ডাউনলোড করে গল্পের সাথে জমা দিতে হবে ।