আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫ টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ নতুন তারিখ ঘোষণার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট বিকাল ৪ টায় এবং প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী ৯ আগস্ট সকাল ১০ টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫ টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সকল পরীক্ষার্থীকে অবশ্যই নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এছাড়াও পূর্বে যাদের পরীক্ষা কেন্দ্র ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুলে ছিলো (রোল ১০২৪০১-১০৩৬০০) তাদের পরীক্ষা কেন্দ্র আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠিত হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, সময়সূচি, আসনসংখ্যাসহ ভর্তি পরীক্ষার যাবতীয় সব তথ্য সম্পূর্ণ বিনামূল্যে এক সাথে জানতে ডাউনলোড করুন Admission Assistant অ্যাপ।
প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট এক খসড়া বিজ্ঞপ্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫ টি আর্মি মেডিকেল কলেজ এর ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট নেওয়ার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার মানবন্টন
১০০ নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। শুধুমাত্র ৪০ নম্বর পেয়ে পাশ করা পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।
- পদার্থবিদ্যা – ৩০
- রসায়নবিদ্যা – ৩০
- জীববিদ্যা – ৩০
- ইংরেজী – ০৫
- সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) – ০৫
জিপিএ এর নম্বর
- এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন – ৭৫ নম্বর (সর্বোচ্চ)
- এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন – ১২৫ নম্বর (সর্বোচ্চ)
উল্লেখ্য, পরীক্ষার্থী যদি পূর্বে মেডিক্যাল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থি যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত একটি সামরিক মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। এতে দুই ধরনের ছাত্র রয়েছে: মেডিকেল ক্যাডেট (এএফএমসি ক্যাডেট) এবং আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (এএমসি ক্যাডেট)। দুই ক্যাটাগরিতে প্রতিবছর ১২৫ শিক্ষার্থী পড়ার সুযোগ রয়েছে।
আরো দেখুন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
সেপ্টেম্বরের শেষে হতে পারে গুচ্ছের ভর্তি পরীক্ষা।
শ্যাডো নিউজ