আর্লিং ব্রট হরলান্ড, ছয় ফুট চার ইঞ্চির নরওয়ের এ স্ট্রাইকার দেখে মনেই হবে না গত বছর কৈশোর পেরিয়ে উনিশে পা দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন, সময়ের সাথে ফুটবল অঙ্গনে বিস্ময়ের প্রতীক হয়ে উঠছেন, নিজের অভিনবত্ব দিয়ে রীতিমত মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের।
হরলান্ড অবশ্য বিস্ময়ের জন্ম দেন মাস ছয়েক আগেই। রেডবুল সার্লজবুর্গের হয়ে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচ খেলতে নেমেই করে ফেললেন দুর্দান্ত এক হ্যাট্রিক। এ পর্যন্ত চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে মাত্র দশজন ফুটবলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করার কীর্তি গড়েছেন। হরলান্ড সে তালিকায় নবম ফুটবলার হিসেবে কীর্তি গড়েন। এখানেই থেমে থাকেননি। চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের প্রথম পাঁচ ম্যাচে ৮ গোল করে নতুন এক রেকর্ডের জন্ম দেন। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে অভিষেকের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার রেকর্ড শুধুই হরলান্ডের। যেটা ফুটবল ইতিহাসে আর কেউ করতে পারেনি।
২০১৬ সালে ব্রাইনি এফকের হয়ে হরলান্ডের প্রফেশনাল ক্যারিয়ার শুরু হলেও মূলত ২০১৯ এ তিনি সর্বপ্রথম লাইমলাইটে আসেন। রেডবুল সার্লজবুর্গের হয়ে এ মৌসুমে তিনি করেন ১৭ ম্যাচে ১৯ গোল!
এরকম একজন গোলমেশিনকে ক্লাবে ভেড়ানোর জন্য যে ইউরোপের দলগুলোর তোড়জোড় লেগে যাবে তা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। হয়েছেও তাই, আগের ক্লাব রেডবুল সার্লজবুর্গের সাথ ৫ বছরের চুক্তি থাকলেও ইউরোপের জায়ান্ট দলগুলোকে টেক্কা দিয়ে গত ২৯ ডিসেম্বরে ২০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় বরুশিয়া ডর্টমুন্ড।
বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে নতুন মৌসুমের শুরুতে সাইডবেঞ্চে বসেই সময় কাটাচ্ছিলেন। অগসবুর্গের তার দল ৩-১ গোলে পিছিয়ে। এরকম নিশ্চিত পরাজয় থেকে জয় ছিনিয়ে আনার ঘটনা ফুটবল ইতিহাসে আছেই মাত্র গুটিকয়েক। সেখান থেকে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ শেষ করল ৫-৩ গোলের জয়সূচক স্কোরলাইন রেখে। যার হাত ধরে অসম্ভব পরাজয় থেকে জয় নিয়ে ফিরলো ডর্টমুন্ড শিবির তিনি এই আর্লিং ব্রট হরলান্ড। ৫৬ মিনিটে মাঠে নেমে মাত্র ২৩ মিনিটেই তুলে নিলেন হ্যাট্রিক। কী অবিশ্বাস্য শুরু!
হরলান্ড যে অনবদ্য শুরুর পর থেমে থাকার পাত্র তার প্রমাণ দিলেন পরের ম্যাচেই। পরের ম্যাচে নামলেন ৬৫ মিনিটের মাথায়। আবারো গোল করলেন। একটি নয়, দুটি। ২ ম্যাচ ৫৯ মিনিট ৫ গোল! বুন্দেসলিগার ইতিহাসে এত দ্রত সময়ে পাঁচ গোল করার রেকর্ড আর কোনো ফুটবলারের নেই।
একটু মজার ছলে তার অবিশ্বাস্য পারফরমেন্স টা দেখে নেওয়া যাক—
আপনি জানেন কি!
পুরো ম্যানচেস্টার ইউনাইটেড ২০২০ এ খেলেছে ৩৬০ মিনিট, গোল করেছে ৪ টি। |
আর আর্লিং হারলান্ড ২০২০ এ খেলেছে ৫৯ মিনিট, গোল করেছে ৫ টি! |
কী অবিশ্বাস্য না!
আর্লিং ব্রট হারলান্ডের রক্তের সাথে যে ফুটবল মিশে আছে তা আরেকটা পরিচয়সূত্রে জানা যায়। হারলান্ড ম্যানচেস্টার সিটি’র সাবেক ডিফেন্ডার আলফ্ ইঙ্গে হারলান্ডের পুত্র। আলফ্ ইঙ্গে হারলান্ড ম্যানসিটির আগে খেলেছেন লিডস ইউনাইটেড, নটিংহ্যাম ফস্টারের হয়ে।
আর্লিং ব্রট হারলান্ড, ২০১৯ অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী এ নরওয়ের ফুটবলার যে সাম্প্রতিক সময়ে তরুণদের সেনসেশনে পরিণত হয়েছেন, তা বলতে স্বয়ং ফুটবল বিশ্লেষকরাও বাধ্য হবে। সব পর্যায়ে ভাল শুরু করা তরুণ এ স্ট্রাইকার তার পরফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে যাক, ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও যেন দুর্বার গতিতে এগিয়ে যাক-সে কামনা ফুটবল বিশ্বের। আগামী প্রজন্মের মেসি-রোনালদো তৈরি হোক এখান থেকেই….