শ্যাডো নিউজঃ করোনাভাইরাসে মৃত্যুর মিছিল যেনো থামছে না। সারাবিশ্বে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৭,১৫৮ জন। এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার জন!এটি প্রতিরোধ করতে বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার হলেও কিউবার ইনফরমেশন ‘আলফা টু-বি’ নামে একটি ওষুধ ভাইরাসটি থেকে মুক্তি পেতে বেশ কাজ করছে এবং সারাবিশ্বে সাড়া পাচ্ছে।
ঔষধটি চীনের চিকিৎসকগন আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে সবথেকে বেশি ব্যবহার করছেন। ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়কিউবা ফার্মা গ্রুপের সভাপতি এডুয়াডো মার্টিনেজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘আলফা টুু-বি ব্যবহার করে এক হাজার পাঁচশরও বেশি রোগীকে সুস্থ করেছেন তাঁরা। করোনা রোগ প্রতিরোধের জন্য চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্বাচিত ৩০টি ঔষধের মধ্যে এটি অন্যতম।
চলতি মাসের ১৪ তারিখ এডুয়ার্ডো মার্টিনেজ জানিয়েছেন, কিউবায় উৎপাদিত ২২ টি ঔষধ করোনাভাইরাস প্রাদুর্ভাবের মোকাবিলার জন্য তৈরি হয়েছে। এই ঔষধ কয়েক হাজার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি হয়েছে। তবে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। কিউবার ঔষধ শিল্প হাজার হাজার সম্ভাব্য রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত। তারা উৎপাদন বৃদ্ধির করার গ্যারান্টিও দিয়েছে।
চীনের জেলেন প্রদেশের চ্যাংহুন হেবার বায়োটেকনোলজিতে ঔষধটির উৎপাদন হয়েছিল। এবং ঔষধটি জৈবপ্রযুক্তিতে দুই সমাজতান্ত্রিক দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে এটি যৌথ উদ্যোগে উৎপাদিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় আট হাজার আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ৭২ জন মারা গেছেন!এছাড়া জার্মানিও এই মহামারির সঙ্গে লড়াই করতে অ্যান্টিভাইরালগুলো চ্যাংহবারের কাছ থেকে কিনে নিয়েছে। জার্মানিতে ভাইরাসটিতে তিন হাজার একশ ৫৬ জন আক্রান্ত রোগীর মধ্যে মাত্র তিনজন মারা গেছেন!
কিউবায় উৎপাদিত আলফা টু-বি’র কার্যকারিতা জানার পর থেকেই ‘ইন্টারফেরন আলফা টুবি’ জনপ্রিয় হয়ে ওঠে। সাথে সাথে সারাবিশ্ব থেকে ওষুধটি কেনার জন্য কিউবায় অর্ডার আসতে শুরু করে। করোনার বিরুদ্ধে লড়াই করতে ল্যাটিন আমেরিকান জামাইকা, সেন্ট কিটস অন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাসহ বেশ কয়েকটি দেশ কিউবার কাছ থেকে চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানিয়েছে। এডুয়ার্ডো মার্টিনাজ এ ব্যাপারে বলেন, করোনা মোকাবেলার ওষুধ সরবরাহ করার জন্য অনেক দেশ অনুরোধ করছে। আমরা ওষুধ সরবরাহ করবো। কারন আমাদের প্রয়োজনীয় সামর্থ রয়েছে। কিউবার ঔষধ শিল্প হাজার হাজার আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত। এতে দেশে ওষুধ সংকট পড়বেনা।
ইতোমধ্যে কিউবা থেকে ইতালিতে একটি চিকিৎসক দল পাঠিয়েছে। সাথে ‘ইন্টারফেরন আলফা টু-বি’র একটি চালানও পাঠানো হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় ইতালিকে সহায়তা করতেই কিউবা ওষুধ এবং চিকৎসক পাঠিয়ে দিয়েছেন। এ পর্যন্ত ইতালিতে এক হাজার ছয়শ ৬৬ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন! আক্রান্ত হয়েছেন ১৭ হাজার!
কিউবার সেন্টার ফর ইন্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির(সিআইজিবি) পরিচালক বলেন, আমাদের হাতে চীনের সংক্রমিত সকল রোগেীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিমাণ ওষুধ রয়েছে।
প্রসঙ্গত, ‘আলফা টু-বি’ নামক ঔষধটি ১৯৮৬ সালের দিকে কিউবার সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (সিআইজিবি) আবিষ্কার করেছিলো। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ওষুধটির ব্যবহার শুরু হওয়ার পর থেকেই কিউবার হাজার হাজার রোগী সুস্থ হয়েছেন। ঔষধটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ছাড়াও এইচআইভি, হেপাটাইটিস-বি ও সি, হার্পিস জোস্টার বা শিংলস, ডেঙ্গু ও বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এছাড়াও ওষুধটি মানবদেহের ইন্টারফেরনের প্রাকৃতিক উৎপাদন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করে থাকে।
অন্যদিকে, ভাইরাসটির কারনে সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতারসহ বেশ কয়েকটি দেশের সরকার থেকে তাদের দেশের মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ করা হয়েছে!