শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং অগ্রযাত্রার কল্যাণের ধারায়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তির আওতায় ২০১৯ সনে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণীত যোগ্যতাসমূহ ছাত্রছাত্রীদের কাছে থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্তের আহবান করা হচ্ছে:-
বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে:-
বিজ্ঞান বিভাগ— জিপিএ- ৫.০০
অন্যান্য বিভাগ— জিপিএ- ৪.৮০
সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে:-
বিজ্ঞান বিভাগ— জিপিএ- ৪.৮০
অন্যান্য বিভাগ— জিপিএ- ৪.৫০
বৃত্তি পরিমাণ ও সময়কাল —
শিক্ষাস্তর: স্নাতক/সমমান
মেয়াদকাল: ৩-৫ বছর
মাসিক বৃত্তি (টাকা): ৩,০০০/-
বার্ষিক অনুদান (টাকা):
পাঠ্য উপকরণের জন্য: ৫,০০০/- (নবায়নযোগ্য)
পোষাক পরিচ্ছদের জন্য: ৩,০০০/-
শিক্ষা বৃত্তির জন্য আবেদনের নিয়মাবলী —
☞ যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবে না।
☞ গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে।
☞ যেসকল আবেদনকারীর পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় (মাসিক ২০,০০০/- টাকা হিসেবে) ২,৪০,০০০/- দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার উদ্ধে তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
☞ ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী দদের অনলাইনে— www.al-arafahbank.com/scholarship এই ঠিকানায় আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে।
☞ বর্ণীত যোগত্য এবং শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
☞ সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
☞ আগামী ১৯ জানুয়ারি ২০২০ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
☞ যেসকল শিক্ষার্থী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
“শিক্ষা বৃত্তি নাও, আপন কীর্তি ছড়াও”