২০২০-২০২১ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার এপ্লিকেশন আইডি এবং এইচএসসি এর রেজিষ্ট্রেশন নম্বর প্রদান করে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আজ বুধবার (৩ নভেম্বর) সকাল থেকে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর।
উল্লেখ্য, যেসব আবেদনকারী নিজেদের এপ্লিকেশন আইডি ভুলে গিয়েছেন তার সিলেকশন রেজাল্ট এর পিডিএফ থেকে নিজের এপ্লিকেশন আইডি জানতে পারবেন।
প্রসঙ্গত, এর আগে গত ০৩ মে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদনকারীদের থেকে বাছাই করে মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থীকে নির্বাচন করে সিলেকশন রেজাল্ট প্রকাশিত হয়েছে। সিলেকশন রেজাল্ট এর পাশাপাশি ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার মানবন্টন
ক গ্রুপে শুধু এমসিকিউ এবং খ গ্রুপে এমসিকিউ ও মুক্তহস্তে অংকন থাকবে।
পদার্থ,রসায়ন ও গণিতে প্রশ্ন থাকবে ২৫ টি, প্রতি প্রশ্নের মান ৬ এবং ইংরেজিতে থাকবে ২৫ টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নের মান ২ এবং মুক্তহস্ত অংকনে প্রশ্ন থাকবে ৪ টি এবং প্রতি প্রশ্নের মান ৫০।
ক গ্রুপ (প্রকৌশল বিভাগ)
- পদার্থ – ১৫০
- রসায়ন – ১৫০
- গণিত – ১৫০
- ইংরেজি – ৫০
- মোট নম্বরঃ ৫০০ নম্বর
সম্পূর্ণ বিনামূল্যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, আসনসংখ্যা, সব ধরনের আপডেট তথ্যসহ যাবতীয় সব তথ্য এক সাথে জানা যাবে Admission Assistant অ্যাপের মাধ্যমে।
খ গ্রুপ (স্থাপত্য বিভাগ)
- পদার্থ – ১৫০
- রসায়ন – ১৫০
- গণিত – ১৫০
- ইংরেজি – ৫০
- মুক্তহস্ত অংকন – ২০০
- মোটঃ ৭০০ নম্বর
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা
- চুয়েট – ৯০১ টি (সংরক্ষিত ১১ টি)
- কুয়েট – ১০৬৫ টি (সংরক্ষিত ৫ টি)
- রুয়েট – ১২৩০ টি (সংরক্ষিত ৫ টি)
প্রকৌশল পড়াশোনায় বুয়েটের পরপরই চুয়েট, কুয়েট, রুয়েট থাকে শিক্ষার্থীদের পছন্দের তালিকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিবারের মতো এবার ও আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিলেও ২০২০ – ২০২১ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।
আরো পড়ুন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা ও বিভাগসমূহের তালিকা
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
রাবির সি-ইউনিট ভর্তির ফলাফল প্রকাশিত
গুচ্ছের ক ইউনিটের ফলাফল প্রকাশিত