বাংলাদেশের বাজারে হট সিরিজের স্মার্টফোন ‘ইনফিনিক্স হট ১০’ নিয়ে আসতে যাচ্ছে মোবাইল নির্মাতা কোম্পানি ইনফিনিক্স। অভিনব ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজের নতুন এক সংস্করণ ইনফিনিক্স হট ১০ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ইনফিনিক্স জানিয়েছে, গ্রাহকরা ফোনটি কেনার জন্য অনলাইন মার্কেটপ্লেস দারাজে মাত্র ১২,৯৯০ টাকায় প্রি-বুকিং করতে পারবেন। সাথে পাবেন ব্র্যান্ড ওয়ারেন্টি ও 0% EMI সুবিধা।
ইনফিনিক্স হট ১০ ফোনটির স্পেসিফিকেশন
ইনফিনিক্স হট ১০ ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি ক্যামেরা কাটআউট রয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন ৭২০×১৬৪০ পিক্সেল। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ১০-ভিত্তিক ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ৬.০।

ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও জি৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ৩৮ দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ এবং ৩৬ ঘণ্টা টকটাইম সুবিধা দিতে ৫২০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে।
কমপ্লিট প্যাকেজ এবং উন্নত ফিচারসসহ ইনফিনিক্সের নতুন ডিভাইসটি স্মার্টফোনের পাওয়ার-ইউজারদের সব চাহিদা পূরণ করবে। প্রিমিয়াম বিল্ড, বড় স্ক্রিন, নির্ঝঞ্ঝাট ও দ্রুত গতির অভিজ্ঞতা, দুর্দান্ত গেমিংসহ ইনফিনিক্স হট ১০ স্মার্টফোনটি এই বাজেট রেজ্ঞ বিবেচনায় সত্যিকার অর্থেই এক গতিদানব।
ফোনটির পেছনের অংশে কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ১৩ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং কোয়াড রিয়ার ফ্ল্যাশসহ এআই লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফি তোলা, ভিডিও কলিংয়ের জন্য ফোনটির ফ্রন্টে ফ্ল্যাশলাইটসহ ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় থাকছে ডুয়েল ফ্ল্যাশ
স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকছে। ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার (non-removable) বিশাল ব্যাটারির সাথে থাকছে ১৮ ওয়াটের ফাষ্ট চার্জিং সাপোর্ট। থাকছে ৩৬ ঘন্টার টকটাইম এবং ৩৮ দিনের স্ট্যান্ডবাই সুবিধা।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth5.0, GPS NAVIGATION, FM, MICRO USB পোর্ট, OTG ও 3.mm অডিও জ্যাক।
ইনফ্লিক্সের নতুন এই ডিভাইসটিতে বাজেট বিবেচনায় ভালো পারফরমেন্স ছিলো। পাবজি মোবাইল গেমিংয়ে স্মুথ গ্রাফিক্স দিয়ে আল্ট্রা ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। কল অব ডিউটি গেমিংয়ে হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে।
স্মার্টফোনটি ওবিসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জাদ রঙে পাওয়া যাবে এ চারটি কালারে পাওয়া যাবে।
উল্লেখ্য, ইনফিনিক্স জানিয়েছে, ইনফিনিক্স হট ১০ ফোনটি ২৪ তারিখ রিলিজ করা হবে।
আরও পড়ুনঃ
আপনার মতামত দিন