দৌড়ের কথা আসলেই সবার প্রথমে কার নাম আমাদের মাথায় আসে? নিঃসন্দেহে উসাইন বোল্ট। এরপর ম্যারাথন দৌড়বিদ মো ফারাহ, স্প্রিন্টার টাইসন গে, ইয়োহান ব্লেক– এরা সবাইই অ্যাথলেটিকস বিশ্বে জনপ্রিয় মুখ। এদের ভিড়ে হার্ডলার ইনফিনিটি খুবই অপরিচিত একটি নাম।
তবে যুক্তরাষ্ট্রের এ দৌড়বিদ গত বছরে অনলাইন সেকসনে পরিণত হয়েছেন বিচিত্রধর্মী একটি কারণে। DI NCAA CHAMPIONSHIP 2019 এ ৪০০ মিটার হার্ডল রেসে ক্যারিয়ার সেরা ৪৯.৩৮ সেকেন্ডে জুনিয়র শ্রেণিতে টাইটেল জেতেন হার্ডলার ইনফিনিটি টাকার। কিন্তু রেসে জেতার জন্য তরুণ এ দৌড়বিদ শেষ মুহূর্তে যা করেছিলেন তা ক্রীড়ামোদীদের কাছে এখনো বিস্ময়কর হয়ে আছে।
হার্ডলার ইনফিনিটি, ‘সুপারম্যান ডাইভ’ খ্যাত সেই মূহুর্ত্ব
বেশি দিন না, গত বছরের ১৪ মে’ র কথা। “এনসিএএ চ্যাম্পিয়নশীপে” জুনিয়র শ্রেণির ৪০০ মিটার হার্ডল রেস চলছে। আমেরিকান হার্ডলার ইনফিনিটি শুরু করলেন দুর্দান্তভাবে। বলতে গেলে গোটা ল্যাপেই তিনি সবার চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু রেসের শেষের দিকে অপর দৌড়বিদ রবার্ট গ্রান্ট ইনফিটিকে ধরে ফেলেন এবং তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন। শেষমুহুর্তে এসে জয় হাত ফসকে যাচ্ছে দেখে ইনফিনিটি মরিয়া হয়ে ওঠেন এবং করে বসেন এক অভাবনীয় কাজ। ফিনিশিং লাইনের কাছাকাছি অবস্থায় পৌছে হঠাৎই তিনি দু’হাত প্রসারিত করে ৫ মিটারের ডাইভ দিয়ে বসলেন। ইনফিনিটির এ ব্যতিক্রমী সিদ্ধান্তই তাকে রেস জিতিয়ে দেয়। এ ডাইভ ইনফিনিটিকে শুধু জিতিয়েই দেয়নি, বিশ্বব্যাপী এ ডাইভটি পরিচিতি পায় ‘সুপারম্যান ডাইভ’ নামে।