আগামী ৩০ নভেম্বর ২০২১ অনলাইনে স্পেশাল কুইজ কনটেস্ট “প্রচেষ্টা” আয়োজন করতে যাচ্ছে
উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি।
পরীক্ষার ধরনঃ বহুনির্বাচনী
প্রতিযোগিতার তারিখঃ ৩০ নভেম্বর রাত ৯ টায়।
পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপে।
উদয়ন আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মঃ
কোর্সের নিচে থাকা Enroll For Free বাটনে ক্লিক করে বিনামূল্যে কোর্সটি সাবস্ক্রাইব করে নিন। ৩০ নভেম্বর রাত ৯ টায় কুইজ কন্টেস্ট সেকশনে “প্রচেষ্টা” কুইজ কন্টেস্ট টিতে ক্লিক করুন এবং পরীক্ষায় অংশ নিন।
পরীক্ষার সিলেবাস
বিষয় এবং মানবন্টনঃ
• রসায়ন -১০টি প্রশ্ন
• জীব -১০টি প্রশ্ন
• ইংরেজি – ১০টি প্রশ্ন
উক্ত ৩ টি বিষয়ের এইচ এস সি ২০২০ এর সিলেবাস থেকে প্রশ্ন করা হবে।
• সাধারন জ্ঞানঃ ১০ টি প্রশ্ন
উদয়ন সংক্রান্ত তথ্যাবলী সেগমেন্ট থেকে প্রশ্ন করা হবে। তাই উক্ত সেগমেন্ট এর সবগুলো কন্টেন্ট ভালভাবে দেখার অনুরোধ রইলো।
• মোট প্রশ্নঃ ৪০ টি
•সময়ঃ ৩০ মিনিট
নেগেটিভ মার্কঃ প্রতি প্রশ্ন ভুলের জন্য অতিরিক্ত ০.২৫ নাম্বার কাটা যাবে।
বিজয়ীঃ প্রথম ১০ জন (৯ টা ৩০ এর মাঝে যারা উত্তরপত্র সাবমিট করবে)।
পুরষ্কারঃ
১ম স্থান – ৩ হাজার টাকা
২য় স্থান – ২ হাজার টাকা
৩য় স্থান – ১ হাজার টাকা
৪র্থ থেকে ১০ম স্থান- ৫০০ টাকা
এছাড়াও টপ ১০০ জনের জন্য থাকছে উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হতে ২০% স্পেশাল ডিস্কাউন্ট।
বিদ্রঃ বিজয়ীদের উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি থেকে ফোনকলের মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানানো হবে।
আরো পড়তে পারেন