বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক (অবঃ) ড. সৈয়দ হুমায়ুন আখতার। অধ্যাপক (অবঃ) ড. সৈয়দ হুমায়ুন আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক।
আজ বুধবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২ (১) ধারা অনুসারে ড. সৈয়দ হুমায়ুন আখতার, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এছাড়াও বাউবি’র অফিসিয়াল ওয়েবসাইটে নতুন উপাচার্যের যোগদান উপলক্ষে তথ্য ও গনসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাশেম শিখদার স্বাক্ষরিত এক প্রেস রিলিজেও বিষয়টি জানানো হয়। প্রেস রিলিজটি দেখতে ক্লিক করুন।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান এর উপাচার্য হিসেবে দ্বিতীয় বারের মতো মেয়াদ পূর্ণ হওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু।
ড. সৈয়দ হুমায়ুন আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ১৯৮৭ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০২ সালে একই বিভাগে অধ্যাপক পদে নিযুক্ত হন।
ড. হুমায়ুন ১৯৮৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি পেট্রোবাংলার সহকারি জিওলজিস্ট ও জাতীয় জাদুঘরের গবেষণা কর্মকর্তা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, শহিদুল্লাহ হলের প্রভোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ও ভূতত্ত্ব বিভাগের ডেলটা স্টাডি সেন্টারের পরিচালক ছিলেন।
তিনি জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, ন্যাশনাল ওসিনোগ্রাফিক এবং ম্যারিটাইম ইনস্টিটিউটের আজীবন সদস্য। বাংলাদেশ এসোসিয়েশন ফর দি এ্যডভ্যান্সমেন্ট অব সায়েন্স, বাংলাদেশ সোসাইটি অব জিও ইনফরমেটিকস, ইনকর্পোরেটেড রিসার্চ ইনস্টিটিউশন ফর সিসমোলজি ও ইউনিভার্সিটি নাভাস্টার কনসর্টিয়াম আমেরিকার এফিলেটেড সদস্য।
আরো দেখুন,
ইবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান,
হাবিপ্রবি নতুন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান,
শাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
শ্যাডো নিউজ