আয়মান সাদিক একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যাকে এক নামে সবাই চেনে।তাকে বলা হয় ডিজিটাল আলোকবর্তিকা। ইউটিউবার নয়, তার পরিচয় একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা তিনি।
আয়মান সাদিক কুমিল্লার মুসলিম পরিবারে ২ সেপ্টেম্বর ১৯৯২ জন্ম গ্রহন করেন। । তাঁর পিতা ব্রিগেডিয়ার জেনারেল তায়েব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রধান আর্থিক কর্মকর্তা এবং তাঁর মাতা শারমিন আক্তার এ একজন গৃহিণী। আয়মান চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এণ্ড কলেজে অধ্যয়ন করেছেন। তিনি উচ্চমাধ্যমিকে অধ্যয়ন করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজে। আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন।

তিনি ২০১৫ সালের মার্চ মাসে www.10minuteschool.com প্রতিষ্ঠা করেন। তাকে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি।লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরী করা; যেখান থেকে মানুষ চাইলে শিক্ষিত হয়ে উঠবে। এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ ভিডিও তৈরী করে থাকে।
মূলত “তাঁর www.10minuteschool.com” হচ্ছে এমন একটি অনলাইন স্কুল যেখানে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে, তার উপর ভিডিও লেকচার শ্রোতাদের জন্য তৈরী করা হয়।
১০ মিনিট স্কুল কতৃক পরিচালিত কার্যক্রমগুলো হলো:
★গণিত, বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি এবং সাহিত্যের উপর একাডেমিক ক্লাস নেওয়া।
★কে কি শিখল, এবং পরবর্তীতে কিভাবে শিখবে তার উপর প্রতিবেদন তৈরী করা।
★সরাসরি সম্প্রচারমূলক ক্লাস নেয়া, যার ফলে শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারা যায়।
★অনুশীলন করার জন্য বিভিন্ন কুইজ এবং মডেল টেস্ট দেওয়া।
★বিভিন্ন শিক্ষামুলক তথ্য ধারণ সমৃদ্ধ ব্লগ লিখা।

খুব স্বল্প সময়েই তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা।তার পাওয়া পুরস্কার সমূহ হলো-
- ব্র্যাক ম্যানথান ডিজিটাল উদ্ভাবন পুরস্কার
- কুইন্স ইয়ং লিডার অ্যাওয়ার্ড ২০১৮
- গ্লোমো পুরস্কার,
- বার্সেলোনা সামাজিক প্রভাবের জন্য সুইস দূতাবাস পুরস্কার
- ইয়ুথ এওয়ার্ড ২০১৬
- ডিওয়াইডিএফ ইওথ আইকন পুরস্কার
- বিযম্যাস্ট্রোস চ্যাম্পিয়ন
- ব্রাণ্ডউইটজ ‘১৩ চ্যাম্পিয়ন
- ইউনিলিভার ফিউচার লিডার’স লিগ ২০১৬
- এমডব্লিউসি পুরস্কার
- বিশ্ব মোবাইল কনগ্রেসে গ্লোমো পুরস্কার

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ উন্নয়নে অনন্য অবদানের জন্য ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন তিনি। লন্ডনের বাকিংহাম প্যালেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।

ফোর্বস বলছে, তার এ অনলাইন স্কুল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য শত শত লাইভ ক্লাস, স্মার্ট বই, হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল তৈরি করে। ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় ৩০ নম্বরে জায়গা করে নেয় বাংলাদেশি আয়মান সাদিক।বর্তমানে তিনি হাজারো তরুণের আইডলে পরিণত হয়েছেন।