যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদকপ্রাপ্তির জন্য অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান এবং ফার্মেসি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার এবং মুখ্য আলোচক হিসেবে যোগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
২২ মার্চ যবিপ্রবির ফার্মেসী বিভাগের উদ্যোগে আয়োজিত একুশে পদকপ্রাপ্তির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি-এর কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহ্সান হাবিব, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিঃ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ কামরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি-এর ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উত্তাল মার্চ নিয়ে রবি উপাচার্য বলেন,
এই মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের বক্তব্য প্রদত্ত হয়েছিল, যাকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এর জন্ম হয়েছে এই মাসের ১৭ তারিখে এবং বাঙালি জাতির হাজার বছরের শৃঙ্খল মুক্তির স্বপ্ন বাস্তবায়নের বীজ বপিত হয়েছিল এই মাসে।

আরো দেখুন,
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় অবদান রাখবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবস
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হলেন ড. মোঃ ফখরুল ইসলাম
যাত্রা শুরু করলো রবীন্দ্র ইউনিভার্সিটি স্পোর্টস এসোসিয়েশন
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই