করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় অন্যান্য ইউনিট ও সাত কলেজের পাশাপাশি এবার পিছালো প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার ( ১৩ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। মাকসুদ কামাল জানান, ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হওয়া এ তারিখগুলো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সাংঘর্ষিক হয় কি না কিংবা এসব তারিখে জাতীয় কোনো অনুষ্ঠান আছে কি না, এগুলো দেখে আগামীকাল বুধবার উপাচার্য এগুলোর অনুমোদন দেবেন।
প্রযুক্তি ইউনিট মোট আসনসংখ্যা ১৪৫৫ টি
ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন যাদের তাদের জন্য অন্যতম একটি সুযোগ ঢাবি প্রযুক্তি ইউনিট এর অধিভুক্ত কলেজসমূহ। অধিভুক্ত কলেজ হলেও কলেজগুলোতে পড়ার মান যেমন ভালো, তেমনি উন্নত সুযোগ সুবিধা ও রয়েছে।
এদিকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে অধিভুক্ত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৩০ অক্টোবর। আর সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর।
আরো পড়ুন,
১ অক্টোবর থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা