শ্যাডো নিউজঃ করোনাভাইরাসের কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কতৃপক্ষ তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় অফিসে না এসে নিজস্ব বাসায় থেকে কাজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এই সিদ্ধান্তটি আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে জানিয়েছেন, বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি আজ কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিসিবির কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের মুল আলোচক হিসেবে উপস্হিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দন কুমার রায়।
উক্ত সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী, নিজাম উদ্দিন চৌধুরি বলেন, “করোনার সংক্রমণ থেকে দূরে থাকতে তাঁরা বোর্ডের দাপ্তরিক কার্যক্রম কমিয়ে আনছেন।প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি-গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যেন উপস্থিত না হতে হয়।”
প্রধান নির্বাহী বলেন, “বিসিবির সিদ্ধান্তটা আগামীকাল থেকেই কার্যকর হবে। বিসিবি যেহেতু আইসিসি ও এসিসির সদস্য, দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও যেন কোনো যোগাযোগবিভ্রাট না হয় সেদিকেও সতর্ক থাকছে বিসিবি।” তিনি বলেন, “আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিস চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।”
এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে অফিসের সকল কার্যক্রমে সীমাবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হলেও এই সময়ে সব ধরনের ছুটির ব্যাপারে নিরুৎসাহিত করেছে বিসিবি।