শ্যাডো নিউজঃ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে যেন ইন্জুরির প্রতিযোগিতা চলছে। একদিকে ইমরুল-সাদমান হ্যামস্ট্রিং ও কব্জির চোটে ভুগছেন। ঠিক একই সময়ে মুশফিকুর রহিমের পুরনো হ্যামস্ট্রিং চোট আবার নতুন করে ভোগাচ্ছে। ৩১জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের প্রথম রাউন্ড। কিন্তু তার এই প্রথম রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে না খেলার সম্ভাবনা রয়েছে।
বিসিবির প্রধান চিকিৎসক, দেবাশীষ চৌধুরী মুশফিকের চোটের ব্যাপারে বলেন, ‘ওর হ্যামস্ট্রিংয়ে পুরনো সমস্যা আছে। বিসিএলের প্রথম রাউন্ডে হয়তো খেলতে পারবেনা। তিনি বলেন,তবে আশা করছি পরের রাউন্ডে খেলতে পারবে’।
তারই সাথে চোটে ভুগছেন মেহেদী হাসান মিরাজ।আঙুলের চোটের কারনে তারও বিসিএলের প্রথম রাউন্ডে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
মিরাজের চোটের ব্যাপারে প্রধান চিকিৎসক বলেন, মিরাজ সবই করতে পারছে। শুধু বোলিংয়ের সময় গ্রিপ করতে একটু কষ্ট হচ্ছে। আঙুলে ইনজেকশন দেয়া হয়েছে। প্রথম রাউন্ডে খেলতে পারবে কিনা সেটা আজ জানা যাবে।