বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ৯০ জন শিক্ষার্থী । ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক ৷ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. ওমরছানী নাঈম ৷
সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই সদ্য নিয়োগপ্রাপ্তরা সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও থানায় সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক বলেন,
তথ্যানুযায়ী সদ্য সমাপ্ত বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে ঢাকা কলেজের আমরা মোট ৯০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। আমরা প্রত্যাশা করি, যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।
সদ্য নিয়োগ পাওয়া এসব কর্মকর্তারা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করে। সেখানে ট্রেনিংপ্রাপ্ত হয়ে মোট ১২৩১ জন শিক্ষার্থী নতুন করে এসআই পদে যোগদান করল। সোমবার আনুষ্ঠিকভাবে এক বছরের প্রশিক্ষণ শেষ হয় ৷
রাজশাহীর সারদায় এসআইদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিগণ, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মোঃ পারভেজ আহম্মেদ
ঢাকা কলেজ, ঢাকা।
আরো দেখুন,
“আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” বিষয়ক প্রশিক্ষণ দিবে iDEA প্রকল্প
৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিম নিয়ে একধাপ এগিয়ে অপো
৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ জুলাইয়ে