শ্যাডো নিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টানা সাত মাস পর চলতি মাসের শুরুর দিকে পবিত্র ওমরাহ পালনে অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। দুটি ধাপ শেষে আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর তৃতীয় ধাপে বিদেশি নাগরিকেরাও ওমরা হজ পালন করার সুযোগ পাবেন। তবে ওমরা হজ চলাকালীন করোনা সংক্রান্ত সব ধরনের নিয়ম-কানুন মেনে চলতে হবে।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, করোনা সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়। মোট তিন ধাপে এবারের ওমরা হজ পালিত হচ্ছে। প্রথম দুটি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরাহ পালন স্বাভাবিক করা হবে।
উল্লেখ্য, ওমরাহ চালুর তৃতীয় ধাপে অংশগ্রহণের জন্য ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে মাধ্যমে সাড়ে ছয় লাখেরও বেশি হজ যাত্রী নিবন্ধন করেছেন। একসঙ্গে ২০ হাজার ওমরা পালন করতে পারবেন এবং প্রতিদিন ৬০ হাজার লোক ওমরা হজপালন করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আমর আল মাদ্দাহ এক সাক্ষাৎকারে বলেন, ওমরা সেবা দিতে তৈরি হওয়া ইতমারনা অ্যাপটি ২৫ লাখ ব্যবহারকারী ইন্সটল করে এবং ১২ লাখ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে৷ তিনি বলেছেন, ওমরায় অংশগ্রহণের জন্য নতুন করে আবেদন করা যাবে এবং তা গ্র্যান্ড মসজিদে প্রবেশকারী সংখ্যার ওপর নির্ভর করবে। একবার ওমরা পালন করলে আবার ওমরা পালনের সুযোগ থাকবে না।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে দীর্ঘ সাত মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পর নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে গত ৪ অক্টোবর হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়।
মোট তিনটি ধাপে এবারের ওমরা হজ পালিত হচ্ছে।
প্রথম ধাপে একজন ওমরা হজ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পেয়েছেন এবং প্রতিদিন ছয় হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন।
গত ১৮ তারিখ শুরু হয় ওমরা হজ পালনের দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। তৃতীয় ধাপে বিদেশি মুসল্লিরাও ওমরা হজ পালন করার সুযোগ পাবেন।
আরো পড়ুনঃ জুম’আর দিনে সূরা আল-কাহফ পাঠের ফজিলত
আপনার মতামত দিন