শ্যাডে নিউজঃ করোনাভাইরাস মহামারির কারণে কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন।
গতকাল সোমবার এ বিষয়ে ইমেইলের মাধ্যমে কর্মীদেরকে একটি বার্তা পাঠিয়েছেন গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই।
ইমেইলে তিনি লিখেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী কর্মীদের বিশ্বব্যাপী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ঘরে বসে কাজ করার মেয়াদ বাড়ানো হলো। এর ফলে অফিসে আসার আর দরকার হচ্ছে না।’এই নির্দেশনা গুগলের প্রায় ২ লক্ষ স্থায়ী ও অস্থায়ী কর্মীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
দ্য ওয়াল স্ট্রিট জানিয়েছে, গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিষয়টি নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই।
এর আগে গুগল ২০২০ সালের শেষ নাগাদ কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দেয়। তবে এই মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে গুগল।
চলতি বছরের মে মাসে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ কর্মীদের কাজের জন্য বিশেষ ভাতা হিসাবে অতিরিক্ত ১০০০ মার্কিন ডলার ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
তখন পিচাই বলেছিলেন, বিশ্বের প্রায় সব কর্মীরা এ বছর বাড়ি থেকেই কাজ করবেন৷ তাই বাড়িতে অফিসের মতো প্রয়োজনীয় সরঞ্জাম কিনে সাজিয়ে নেওয়ার জন্য সমস্ত কর্মীকেই ১ হাজার মার্কিন ডলার করে দিচ্ছে গুগল।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী বছরের জুন পর্যন্ত একযোগে অসংখ্য জনসমাগম হয় এমন সব ফিজিক্যাল আয়োজন বাতিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে অল্প কিছু আয়োজনের ক্ষেত্রে বিকল্প উদ্যোগ নেয়া হবে। অর্থাৎ কিছু অনুষ্ঠান ভার্চুয়াল ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, সেইসব কর্মী যারা দূর থেকে কাজ করতে পারবেন না যেমন কন্টেন রিভিউয়ার, ইঞ্জিনিয়ার যাদের হার্ডওয়ার নিয়ে কাজ করতে হয় তাদের অফিসে আসতে হবে।
একইসাথে সোশ্যাল জায়ান্ট টুইটার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন অফিসে আসার প্রয়োজন নেই এমন পদে কর্মরত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা ২০২১ সালের ৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
এছাড়াও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ২০২০ সালের শেষ নাগাদ তাদের বেশিরভাগ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দিয়েছে।
আপনার মতামত দিন