মহামারী করোনাভাইরাসের (কোভিড) অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে তিনটি প্রকল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশকে ১০৫ কোটি ডলার ঋন দিবে বিশ্ব ব্যাংক। যা বাংলাদেশে প্রায় ৯ হাজার কোটি টাকার মতো।
গতকাল শুক্রবার বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির পুনরুদ্ধার ও মহামারী প্রতিরোধে সক্ষমতা বাড়াতে তিনটি প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এক বিবৃতিতে বলেন, “এটি নজিরবিহীন এক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে অসাধারণ এক সাড়া। কোভিড–১৯ মহামারি বাংলাদেশের জনগণের জীবিকার উপায়সহ দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধি অর্জনের বিশাল সফলতাকে বিপন্ন করে তুলেছে।”
তিনি বলেন, “প্রকল্পগুলো দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির ভিত গড়বে।”
দেশের তিন প্রকল্পে বিনিয়োগ করা হবে ১০৫ কোটি ডলার
- প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অনট্রাপ্রেনারশিপ’ (প্রাইড) প্রকল্পে ৫০ কোটি ডলার।
- এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকনোমি’ প্রকল্পে ২৯ কোটি ৫ লাখ ডলার।
- ‘সেকেন্ড প্রোগ্রামেটিক জবস্ ডেভলপমেন্ট পলিসি ক্রেডিট’ প্রকল্পে ২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ কোটি ডলারের প্রাইড প্রকল্পটি প্রায় ২০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ টানবে; নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল এবং সফটওয়্যার প্রযুক্তি পার্কে সামাজিক ও পরিবেশগত মান জোরদার করবে। এ প্রকল্পের মাধ্যমে দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে সফটওয়্যার পার্কের ৪০ শতাংশ এবং অর্থনৈতিক অঞ্চলের ২০ শতাংশ কর্মসংস্থান হবে নারীর।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, ২৯ কোটি ৫০ লাখ ডলার ব্যবহার হবে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনসি’ (ইডিজিই) শীর্ষক প্রকল্পে। এর আওতায় সকল সরকারি সংস্থায় সমন্বিত ও ক্লাউড–কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম স্থাপন ও সাইবার নিরাপত্তা জোরদার করা হবে।
এবং ২৫ কোটি ডলারের প্রকল্পটি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের স্বল্প-মেয়াদি বিভিন্ন পদক্ষেপের সহায়তার জন্য সরকারের আর্থিক সংস্থানের পাশাপাশি অর্থনীতির পুনরুদ্ধার ও ভবিষ্যতের অভিঘাত মোকাবিলায় শ্রমজীবী ও দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা করবে।
আন্তর্জাতিক ঋন দাতা সংস্থাটি জানায়, তারা ঝুঁকির মুখে থাকা গরিব মানুষকে রক্ষা, ব্যবসায়ে অর্থায়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আগামী ১৫ মাসে বিশ্বের ১০০ টির বেশি দেশকে ১৬ হাজার কোটি ডলার সহায়তা করবে। এর মধ্যে আইডিএ নতুনভাবে অনুদান ও একেবারে সহজ শর্তের ঋণ হিসেবে ৫ হাজার কোটি ডলার দেবে।
প্রসঙ্গত, স্পেকট্রা সোলার পার্ক লিমিটেড (এসএসপিএল)-এর ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে ৩ কোটি ৪ লাখ মার্কিন ডলার অর্থায়ন করবে ম্যানিলাভিত্তিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জার্মানেট উন্নয়ন সংস্থা (ডিইজি)।
স্পেকট্রা সোলার পার্ক লিমিটেড (এসএসপিএল)-এর এই প্রকল্পে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে মার্চেন্ট ব্যাংক গ্রিন ডেলটা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিডিসিএল জানায়, এই প্রকল্প চালু হওয়ার পরে জাতীয় গ্রিডে বছরে ৫০ গিগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করবে এবং ৩৩ হাজার ২০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন প্রতিহত করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস
ওয়াল্ড মিটারের তথ্য অনুসারে, দ্রুত ছড়িয়ে থাকা করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ৮৬ লাখ ৩৯ হাজার ২৩ জন আক্রান্ত হয়েছে এবং মোট মারা গেছে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৭ জন!