শ্যাডো নিউজঃ করোনানভাইরাস সংক্রমণের প্রভাবে থমকে গেছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। মাঠের ব্যস্ততার ভাবনাটা দূরে সরিয়ে মানবিকতার জায়গা থেকে ক্রীড়াবিদ ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো পাশে দাড়াচ্ছে করোনা প্রতিহত কার্যক্রমে। অন্যান্য বোর্ডের ন্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
বিশ্বের সব ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়রা এগিয়ে আসছেন নিজ নিজ জায়গা থেকে। বাংলাদেশ জাতীয় দলের ২৭ জন ক্রিকেটার মিলে তহবিলে অনুদান দিয়েছে ৩০ লাখ ১৫ হাজার টাকা। ক্রিকেটারদের সম্মিলিত প্রচেষ্টায় এমন সাহাজ্য হয়েছে দৃষ্টান্ত।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিবিও ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে করোনা মোকাবেলায় সাহায্য করতে। তবে অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সাথে করোনা সংক্রমণ আশংকার রয়েছে পার্থক্য। আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি এ ক্ষেত্রে জীবনের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। ফলে আর্থিক সহযোগিতা করবে নাকি অন্যভাবে কাজ করবে এই মহামারির প্রাদুর্ভাব রুখতে, এ নিয়েই সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।
আর এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সরকারের সাথে আলোচনা করবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ” এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। সরকারের সঙ্গে কথা বলে কিভাবে সাহায্য করা হবে সেটা চূড়ান্ত করা হবে। সরকার কোন প্রক্রিয়ায় যাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে।”
উল্লেখ্য গতকাল(২৫ মার্চ) করোনা সংক্রমণ ঠেকাতে নিজেদের চলতি মাসের বেতনের অর্ধেক তহবিলে দান করেন ২৭ জন ক্রিকেটার।