প্রাণঘাতী করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে আরো ৩ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “যে ৩জনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরো ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন।“
গত ৮মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রন্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ। অনেক এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা ভিত্তিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা–
জেলা | আক্রান্তের সংখ্যা |
---|---|
ঢাকা | ২৫৪ |
নারায়ণগঞ্জ | ৭৫ |
মাদারীপুর | ১৩ |
মুন্সীগঞ্জ | ৮ |
কিশোরগঞ্জ | ৭ |
চট্টগ্রাম | ৬ |
গাজীপুর | ৬ |
কুমিল্লা | ৫ |
গাইবান্ধা | ৫ |
ময়মনসিংহ | ৫ |
নরসিংদী | ৪ |
জামালপুর | ৩ |
মানিকগঞ্জ | ৩ |
রংপুর | ২ |
শেরপুর | ২ |
নীলফামারী | ২ |
টাঙ্গাইল | ২ |
গোপালগঞ্জ | ২ |
চাঁদপুর | ২ |
চুয়াডাঙা | ১ |
কক্সবাজার | ১ |
মৌলভীবাজার | ১ |
শরীয়তপুর | ১ |
সিলেট | ১ |
রাজবাড়ী | ১ |
পটুয়াখালী | ১ |
১১ এপ্রিল শনিবার, ২০২০
বিশ্বে করোনাভাইরাস মহামারির সর্বশেষ অবস্থা
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারাত্মক মহামারী রুপ ধারণ করা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। করোনাভাইরাস মহামারীতে এখন অচল গোটা বিশ্ব। আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।