করোনার সংক্রমণ রোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল সুপারমার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।
আজ রবিবার (২২ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা জানানো হয়। করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন এক বিবৃতিতে জানান যে, “প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে মার্কেটসমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় উপরন্তু শ্রমিক, কর্মচারী ও মালিকদের করোনার সংক্রমণ এড়াতে আগামী ২৫ মার্চ থেকে ৩১শে মার্চ, ২০২০ পর্যন্ত সুপারমার্কেট ও মার্কেটসমূহ বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদি দোকান, ঔষধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ খোলা থাকবে। সেই সাথে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে, কোন অবস্থাতেই কোন পণ্যের দাম বৃদ্ধি করা না হয়।”
কোভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার পর সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতসহ বিভিন্ন অফিসে কাজও সীমিত করে আনা হয়েছে। সংক্রমণ এড়াতে জনসমাগম ঘটানোর মতো অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ২৭ জন, মৃত্যু হয়েছে ২ জনের।