শ্যাডো নিউজ: গুগল এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের একটি গবেষণাগার আছে। জীব বিজ্ঞান নিয়ে কাজ করা সেই গবেষণাগারের নাম ভ্যারিলি। তারা অনলাইনে তথ্য নিয়ে টেস্ট করার টুল নিয়ে কাজ করছে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত নানা তথ্য-উপাত্তের একটি নির্ভরযোগ্য ঠিকানা তৈরির লক্ষ্যে নতুন একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগল সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কনফারেন্সে’ বলেছিলেন গুগল করোনা ভাইরাস সংক্রান্ত একটি ওয়েবসাইট চালু করতে পারে। এরপর গুগলের সহ-প্রতিষ্ঠাতা ভেরিলি একটি সাইট তৈরি করেন কিন্তু এটি শুধু উপকূলবর্তী এলাকার জন্য। গুগল জানিয়েছিল, কিছুদিনের মধ্যে তারাও একটি ওয়েবসাইট তৈরি করবে এবং শেষ পর্যন্ত তারা সেটি করলোও।
ভার্জ জানায়, ওয়েবসাইটের পাশাপাশি গুগল কিছু বর্ধিত ইনফরমেশন কার্ড ছাড়বে যার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সার্চ করে পাওয়া যাবে। এছাড়া সাইটটিতে করোনা ভাইরাসের লক্ষণ, প্রতিরোধ, আন্তর্জাতিক পরিসংখ্যান থাকবে।
ওয়েবসাইটটিতে আরো রয়েছে স্বাস্থ্য বিষয়ক তথ্য, প্রতিরোধের উপায়, আক্রান্ত এলাকার ম্যাপ এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ করা তথ্য ভাণ্ডার। এ ছাড়া গুগল বলেছে, করোনা ভাইরাসের নানা তথ্য আরো সহজে যাতে ব্যবহারকারিরা খুঁজে পান তা নিশ্চিত করতে নিজেদের সার্চ ফলাফলে কিছু পরিবর্তন আনা হয়েছে।

সাইটটি আরো তথ্যবহুল করা হবে। জানিয়েছে, আপাতত সাইটটি থেকে বেশি উপকৃত হবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারিরা। তবে দ্রুতই এটি বিশ্বের অন্যান্য দেশে এবং অন্যান্য ভাষায় পাওয়া যাবে। এ ছাড়া নতুন তথ্য পাওয়া মাত্র গুগল তা আপডেট করে দিবে। জানা যাবে নিরাপত্তা এবং প্রতিরোধ সংক্রান্ত টিপস, কোভিড-১৯ সংক্রান্ত সার্চ ট্রেন্ড এবং আরও অন্য তথ্য যা ব্যক্তি, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য কাজে আসবে। বর্তমানে এটি শুধু ইংরেজি ভাষায় রয়েছে কিন্তু গুগলের পক্ষ থেকে জানানো হয় এর স্প্যানিশ ভাষার সংস্করণ খুব শিগগিরই আসবে।
ওয়েবসাইটিতে সাংকেতিক ভাষার ভিডিও দেওয়া আছে। এছাড়া একটি গ্লোবাল ম্যাপও আছে যেখানে দেশভিত্তিক আক্রান্তের হিসাব পাওয়া যাবে। আছে ভালো কিছু ইউটিউব ভিডিও।
গুগলের এমিলি মক্সলি এক ব্লগে লিখেছেন, “করোনা ভাইরাস আরো বেশি এলাকায় ছড়িয়ে পড়ছে এবং বিশ্বের বিভিন্ন সংস্থা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নানা পথ খুঁজছে। এ অবস্থায় আমরা আমাদের গ্রাহকদের আরো বেশি আপডেট রাখতে চাই, আরো বেশি দরকারি তথ্য জানাতে চাই, যাতে সবাই নিজেদেরকে, পরিবারকে এবং নিজেদের আশপাশের সবাইকে নিরাপদ রাখতে পারেন।”
গুগলের এই ওয়েবসাইটটি আরো কিছুদিন আগেই উন্মুক্ত হওয়ার কথা ছিলো। কিন্তু বিশেষ কোনো একটা কারণে দেরি হয়েছে। কদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, গুগল এমন একটি ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে যা করোনা ভাইরাসের সময়ে সবাইকে আপডেটেড থাকতে সহায়তা করবে।
করোনা ভাইরাস গত ডিসেম্বরে চীনে প্রথম চিহ্নিত হয়। এরপর থেকে চীনে প্রায় এক লাখ লোক এই রোগে আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। ইতালিতে সবচেয়ে বেশি- পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছেন। স্পেনে দুই হাজারের বেশি এবং ইরানে প্রায় দুই হাজার মানুষেরও মৃত্যু হয়েছে।