করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুধবার (১৮ মার্চ) থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হল ও শাটল ট্রেন চলাচলও বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, বন্ধের সময় পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে। এছাড়া ১৮ মার্চ দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর পূর্বে রবিবার (১৫ মার্চ) করোনা আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।