শ্যাডো নিউজঃ করোনা ভাইরাসের প্রকোপে চীন তাদের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরের লিগ- চাইনিজ সুপার লিগের সময়সূচী পিছিয়ে দিয়েছে। ফেব্রুয়ারির ২২ তারিখ শুরু হওয়ার কথা ছিল চায়নিজ সুপার লিগ। নতুন দিন তারিখও নির্ধারণ করেনি চীন। লিগ তাই পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য।
শুধু লিগই নয়, চীনে আন্তর্জাতিক ম্যাচগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণের জন্য। তবে এখনও আন্তর্জাতিক ম্যাচের সূচির পরিবর্তন করা হয়নি। আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপের বিপক্ষে নিজেদের মাঠে খেলার কথা দেশটির, ৩১ মার্চ গুয়াম সফরে তাদের যাওয়ার কথা রয়েছে। চীনের মহিলা ফুটবল দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় এক রকম হোটেলবন্দি অবস্থায় আছে। ৪৪ বছরের এক চীনা নাগরিক সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে তাঁদের হোটেল থেকেই বের হতে দেওয়া হয়নি। ফলে থাইল্যান্ডের সঙ্গে অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে তারা আদৌ খেলতে পারবে কি না, তা নিশ্চিত নয়। ওই ম্যাচের টিকিট বিক্রিও বাতিল করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনা ভাইরাস এরই মধ্যে মহামারি আকার ধারণ করেছে চীনে। চীন ছাড়াও বিশ্বের আরও ১৬টি দেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনেই এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭১ জন প্রাণ হারিয়েছে।