বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরো একজনের। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করে নতুন আরও তিনজনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) – এর করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আক্রান্তদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
এছাড়া ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ২৬ জন।
এর আগে গতকাল দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও আইইডিসিআর জানায়, গতকাল সুস্থ হয়েছিলেন ৬ জন। গত কয়েকদিন মৃতের সংখ্যা না বাড়লেও আজ একজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছে সরকারের স্বাস্থ্য অধিদফতরের এ প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ২৯৫ জনকে আইসোলেশনের আওতায় আনা হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৪২ হাজার ৩২২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।