প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থার উপক্রম হয়েছে। একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে সব টুর্নামেন্ট।
আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মৃতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় পাঁচ হাজারে।
চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে এই রোগ। ইউরোপ ও আমেরিকায় এর সংক্রমণ বাড়ছে দ্রুত। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইউরোপের ফুটবল লিগগুলোয়। একে একে বন্ধ হয়ে গেছে মহাদেশটির শীর্ষ পাঁচটি লিগই।
শুরু সেরি আ দিয়ে; আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ইউভেন্তুসের সেন্টার-ব্যাক দানিয়েলে রুগানি। এরপর ক্লাবটির সব খেলোয়াড়কে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। দলটির সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্বেচ্ছায় মাদেইরায় নিজ বাড়িতে অন্যদের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন।
গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর ক্লাবটির সব অনুশীলন বাতিল করা হয়েছে। কোয়ারেন্টিনে আছে তাদের সব খেলোয়াড়। পরে সেদিনই স্পেনের লা লিগা কর্তৃপক্ষ তাদের সব ম্যাচ আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করে।
আর শুক্রবার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্রান্সের লিগ ওয়ান স্থগিতের ঘোষণা আসে। এরপর আসে ইংলিশ ফুটবল বন্ধের ঘোষণা। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল নিষিদ্ধ করে ইংল্যান্ড। পরিস্থিতি বুঝে আগামী ৪ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।
চেলসী তারকা হুড়সোন ওদোই এবং আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা করোনায় সংক্রমিত হয়েছেন। জুভেন্টাস তারকা ডেনিয়েল রুগানী আক্রান্ত হবার পর পুরো জুভেন্টাস দলকেই সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। দিন কয়েক আগেও আর্তেতা পুরো দলকে ট্রেনিং করিয়েছে তাই আর্সেনাল এর পুরো টিম এখন কোয়ারেন্টাইনে।

এদিকে ম্যানচেস্টার সিটি তারকা বেঞ্জামিন মেন্ডি এর কোন এক আত্মীয় আক্রান্ত হওয়ায় তাকেও সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রিয়াল মাদ্রিদের বাস্কেটবল প্লেয়ার যে কিনা রিয়াল মাদ্রিদ ফুটবল দলকে ট্রেনিং এ সাহায্য করতো সে করোনায় আক্রান্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদ পুরো দলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এর ফলে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লীগের ম্যাচটি স্থগিত হয়।
ইতালীতে করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়ানোর পর ও ইতালীয়ান লীগের একজন করোনায় আক্রান্ত হবার পরেই দেশটির সকল ধরণের ফুটবল স্থগিত করা হয়। তারপর আরো কয়েকজন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়। তারপর একে একে সব দেশের সকল ধরণের ফুটবল স্থগিত করা হয়।
- প্রিমিয়ার লীগ, ইংলিশ ফুটবল লীগ, ওম্যান সুপার লীগ এবং ফুটবল এসোসিয়েশন অফ ওয়েলস আগামী এপ্রিল পর্যন্ত স্থগিত।
- স্প্যানিশ লা-লীগা সহ এদেশের সকল ধরণের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
- সিরি-এ সহ ইতালীর সকল ধরণের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
- বুন্দেসলীগা ১ ও ২ আগামী এপ্রিল পর্যন্ত স্থগিত।
- লীগ ১ ও লীগ ২ সহ ফ্রান্সের সকল ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
- চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ এর আগামী সপ্তাহের সকল ম্যাচ স্থগিত।
- ইউরো ২০২০ হুমকির মুখে, আগামী সপ্তাহে ইউয়েফার সাথে আলোচনা করে টুর্নামেন্টির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
- ইংল্যান্ড এর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ ইতালী ও ডেনমার্ক এর সাথে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। এরই সাথে ওয়েল বনাম অস্ট্রিয়ার ম্যাচটিও বাতিল হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে করোনাভাইরাসের প্রভাব। বাংলাদেশ গেমস স্থগিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার অ্যাথলেট নিয়ে আগামী ১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল এবারের আসরের।
আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০ এর। তবে এই প্রতিযোগিতা নিয়েও জেগেছে শঙ্কা। আগামী মঙ্গলবার এ নিয়ে জরুরি সভা ডেকেছে উয়েফা। টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে নেওয়া হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এসেছে।
একই সময়ে মাঠে গড়ানোর কথা আছে লাতিন আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার। আর জুলাই-অগাস্টে হওয়ার কথা টোকিও অলিম্পিকের। এই দুই প্রতিযোগিতা নিয়ে অবশ্য এখনও কোনো শঙ্কার খবর আসেনি।
আর আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবছরের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।