শ্যাডো নিউজঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়ে গেছে! একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে মহামারি করোনা। এই মহামারী ভাইরাসের কারণে কিছুদিন আগে স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোরতাদা আলতার অ্যাটলেটো জুনিয়র দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। আর এবার এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রান হারালেন সোমালিয়ার সাবেক কিংবদন্তি ফুটবলার আবদুল কাদির মোহাম্মদ ফারাহ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে চিরবিদায় নেন তিনি।
সোমালিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি, আবদিকানি সাইদ আরব সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ ফারাহ’র মৃত্যুর সংবাদটি জানিয়েছেন।
গত সপ্তাহে মোহাম্মদ ফারাহ’র শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। এরপর ইংল্যান্ডেরনর্থ ওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন। ২৪ মার্চ মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আবদুল কাদির আর ফারাহ ১৯৬১ সালের ১৫ ফেব্রুয়ারি সোমালিয়ার বেলেদুন শহরে জন্মগ্রহন করেন। ৪৪ বছর আগে ১৯৭৬ সালে সোমালিয়ার ন্যাশনাল স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৭৯ সালে নিজ অঞ্চল হীরানের হয়ে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। সেখান থেকে আশির দশকের শেষ পর্যন্ত হর্ন অব আফ্রিকার ‘বাত্রোকা ‘ বাত্রোলকা ফুটবল ক্লাবের নামকরা খেলোয়াড় ছিলেন তিনি
ফুটবল ক্যারিয়ার শেষ হলেও ক্রীড়া জগৎ থেকে একদম বিদায় নিয়েছিলেন এমন নয়। ক্যারিয়ার শেষে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। ফারাহ’র মৃত্যুতে সোমালিয়ার ফুটবল ফেডারেশন তিন দিনের শোক ঘোষণা করেছেন। এই দুই ফুটবলার ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জও মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, কোভিড-১৯ চীনে শনাক্ত হওয়ার পর ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলভেদে ছড়িয়ে পড়েছে। প্রানঘাতি ভাইরাসটিতে ইতোমধ্যে ৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এবং ২৪ হাজারেরও বেশি মানুষ প্রান হারিয়েছেন! এছাড়াও বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৫ জন মারা গেছে!