প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামীকাল (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।এজন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৮শো ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী পাবেন চ্যান্সেলর গোল্ড মেডেল। সমাবর্তন উপলক্ষ্যে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসেই যেন উৎসবের আমেজ।
উক্ত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস সেজেছে নতুন রূপে। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে শুরু করেছে লালমাই পাহাড় ঘেরা এ সবুজ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এ সম্পর্কে বলেন, “গত ২ মাস ধরে ২৬ টা টিম অক্লান্ত কাজ করছে এ সমাবর্তন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য। আমরা আশাকরি সফলভাবে এটি শেষ করতে পারবো যেনো এ মিলনমেলাটা বহুদিন মানুষ মনে রাখে।“
২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৪ টি অনুষদে ৭ টি বিভাগ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে ৬ টি অনুষদে ১৯ টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান।