২০২০-২০২১ শিক্ষাবর্ষের কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেকশন রেজাল্ট প্রকাশিত হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কৃষি গুচ্ছ সিলেকশন রেজাল্ট দেখা যাবে।
আজ শুক্রবার (১৬ জুলাই) কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে কৃষি গুচ্ছ সিলেকশন রেজাল্ট প্রকাশিত হয়েছে।
এসএসসি এবং এইচএসসি এর পদার্থবিজ্ঞান, রসায়ন, গনিত ও জীববিজ্ঞান বিষয়ে যাদের নূন্যতম ১০৩৭ নম্বর রয়েছে তারা সবাই সিলেকশন রেজাল্টে নির্বাচিত হয়েছে।
ঘরে বসে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি ঝালিয়ে নিতে Admission Assistant অ্যাপ চালু করেছে গুচ্ছ কৃষি’র এক্সাম ব্যাচ Next Publicians [Agriculture Special]। কোর্সটিতে ভর্তি হলে ই সাথে থাকছে গত ৫ বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক এনালাইসিস। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant অ্যাপের ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
ছবি আপলোডের ধাপসমূহ
- ধাপ-১: ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
- ধাপ-২: ছবি আপলোড এর অপশনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে।
উল্লেখ্য, যেকোনো রেজুলেশনের ছবি ( যেকোনো দৈর্ঘ ও প্রস্থ) আপলোড করা যাবে তবে অবশ্যই সাইজ হবে সর্বোচ্চ 50 KB এবং ছবির ফরম্যাট হতে হবে JPG
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
- ছবি আপ্লোড শুরু : ১৮ জুলাই, ২০২১
- প্রবেশপত্র ডাউনলোড : ১ আগস্ট থেকে ২৫ আগস্ট, ২০২১
- ওয়েবসাইটে আসন বিন্যাস প্রদান : ২৫ আগস্ট, ২০২১
- ভর্তি পরীক্ষার তারিখ: ৪ সেপ্টেম্বর, ২০২১ (সকাল ১১.৩০ থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত)
- ফলাফল প্রকাশের তারিখ : ৯ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- ইংরেজি ১০
- প্রাণিবিজ্ঞান ১৫
- উদ্ভিদবিজ্ঞান ১৫
- পদার্থবিজ্ঞান ২০
- রসায়ন ২০
- গণিত ২০
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ টি আসন রয়েছে ।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ১১১৬ টি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর – ৩৩০ টি
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা – ৭০৪ টি
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট – ৪৩১ টি
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী – ৪৪৩ টি
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম – ২৪৫ টি
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা – ১৫০ টি
২০১৯ – ২০২০ শিক্ষাবর্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ৭ টি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৩৪১৯ টি। এবছর প্রায় ৮১ হাজার জন্য শিক্ষার্থী আবেদন করলেও সিলেকশন করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে ৩৪১৯০ জন শিক্ষার্থীকে। এই ৩৪১৯ টি আসনের প্রতিটি আসনের জন্য লড়াই করবে ১০ জন।
আরো দেখুন,
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ সেপ্টেম্বর,
চবি ভর্তি পরীক্ষা পেছালো ২মাস: নতুন তারিখ ২৭অক্টোবর,
স্থগিত করা হয়েছে গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা।