“পরিসংখ্যান” নামটি শুনলেই মনে হয় এ আবার কেমন বিষয়,আবারই অনেকে ভেবে থাকেন এটা তো আর্সের বিষয়।কেও পরিসংখ্যান পড়ছে শুনলে কেও কেও বলে থাকেন সারাজীবন সায়েন্স পড়ে শেষে আর্সের বিষয়ে কেন। যাই হোক ,সত্যিটা হল অনার্স লেভেলে পরিসংখ্যান পড়ার সুযোগটা বিজ্ঞানের শিক্ষার্থীরাই পায়।এটিকে সায়েন্স এর গ্রামার বলা চলে। নন-মেজর হিসেবে প্রায় সব সাবজেক্টেই পরিসংখ্যান পড়ানো হয়। যেহেতু ম্যাথ বেজড সাবজেক্ট, এই সাবজেক্টে পড়তে হলে গণিতের বেজ ভালো হওয়া জরুরী । আর হ্যাঁ, গণিতের প্রতি আগ্রহ থাকতে হবে।
যেখানে পড়ানো হয়ঃ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বিষয়ে (স্নাতক ও স্নাতকোত্তর) পড়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য যে Applied Statistics (ফলিত পরিসংখ্যান) সাবজেক্টটি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ানো হয়।
কি পড়ানো হয়ঃ
প্রথম বর্ষ:
Probability Theory,Principle of Statistics,Basic Mathmatics,Matrix,Computer Methods Numerical Number
.
দ্বিতীয় বর্ষ:
Sampling Distributions,Regression Analysis, Variance Analysis,Economics and Financial Stat,Advanced Real Analysis,Differential Equations and Linear Algebra,Computer Programmig
তৃতীয় বর্ষ:
Multivariate Distributions,Estimation,Hypothesis Testing,Robust Regression and Diagonostics,Stochastic Process,Sampling Techniques,Complex Variable and Transformations,Simulation and Modeling
.
চতুর্থ বর্ষ:
Multivariate Analysis, Probability Measure,Demography,Biostatistics and Bioinformatics,Econometrics,Advanced Sampling and Research Methodology, Operations Research and Quality Control, Statistical Data Mining
Non-major বিষয় হিসেবে Maths, Economics, Computer Science প্রভৃতি বিষয়ের সাথে Statistics পড়ানো হয়।
উচ্চশিক্ষা:
USA, UK, Canada এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিশ্বস্বীকৃত। ওখানকার ইউনিভার্সিটিগুলোতে স্নাতকোত্তর ও তদুর্ধ্ব উচ্চশিক্ষার জন্য রেজাল্ট এর ভিত্তিতে স্কলারশিপ পাওয়া যায়।
যেসব বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবেঃ
#M.Sc Actuarial science
#M.Sc. in Library and Information Science
#M.Sc. in Quantitative Economics
#MCAMasters in Math
#Masters in Statistics
#MBA
#P.G. Diploma in Stat.
#Methods with Applications Specialist
#Development Program in SQCJRF & SRFRules
#Junior/Senior Research
#Fellowship Certificate/Diploma course in Computer Programming & Applications
#Part-time Certificate/Diploma course in SQCIntensive course in #Programming and Application of Electronic Computers
#Part-time course in Statistical Methods and Applications*
চাকুরীঃ
Google এ Statistician, Quantitative Analyst ইত্যাদিতে শুধু CSE & Stat Graduate রাই এপ্লাই করতে পারে। Microsoft -এ পরিসংখ্যানবিদ দের জন্য রয়েছে Market Intelligence Data Analytics Manager, Data Scientists, Technical Data-analysts ইত্যাদি।

Applied Statistics / Statistics প্রায় সকল প্রতিষ্ঠানে প্রয়োজন । চাকুরি BCS Professional Cadre- এ কলেজে শিক্ষাকতা ছাড়াও প্রতিটি থানায় একজন পরিসংখ্যানবিদের পদ আছে। বিসিএস(সাধারন),বিসিএস(পরিসংখ্যান), প্রভাষক (পরিসংখ্যান) নামে তিনটি Field এ Statistics এর ছাত্ররা বিসিএস পরীক্ষায় Apply করতে পারে যার মধ্যে শেষের দুটি কেবল তাদের নিজস্ব ।
Private Bank গুলোতে Applied Statistics/Statistics এর চাহিদা অনেক।Bangladesh Bank এর AD (General) এর পাশাপাশি AD (Statistics) ও AD (Research) নামে আলাদা দুটি Field আছে যাতে Statistics/Applied Statistics/Economics ই Apply করতে পারে ।

যেকোন Research ধর্মী প্রতিষ্ঠান মানেই Applied Statistics/Statistics এর ছাত্রদের চাহিদা। ICDDR,B, NIPORT, AC Neilson সহ বড় বড় Research প্রতিষ্ঠানে Statistics এর graduate দের অনেক চাহিদা।BBS (Bangladesh Bureau of Statistics) এর নিয়ন্ত্রঙ্কর্তা Statisticians রা । এছাড়া সরকারি পর্যয়ে পরিসংখ্যান ব্যুরো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিসংখ্যান এর গ্রাজুয়েটদের প্রচুর চাহিদা রয়েছে। বেসরকারি পর্যায়েও ব্যাংক ইন্স্যুরেন্স, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠন, গবেষণা ও পরিকল্পনা প্রতিষ্ঠান পরিসংখ্যানবিদ ছড়া অচল। এছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহে কাজের বেশ সুযোগ রয়েছে।
তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন IMF,WB,ADB,IDB ও বহুজাতিক কোম্পানীগুলোতে চাকরি পাবার জন্য উচ্চশিক্ষা যেমন MS,PHD প্রভৃতি থাকলে ভাল হয়।
পরিশেষেঃ
পরিসংখ্যান বিষয়টি আসলে এমন এক বিষয় যে বিষয়ের গ্রাজুয়েটদের ছাড়া প্রায় সব ধরনের ব্যবসা, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান অচল। মৌলিক বিষয়গুলোর মধ্যে এটি এমন এক বিষয় যার চাহিদা সব সময়ই অন্যগুলো থেকে বেশি। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স এর তথ্যানুযায়ী বিশ্বের সর্বোচ্চ ১০ চাহিদা সম্পন্ন চাকুরি গুলোর মধ্যে পরিসংখ্যানবিদ একটি(৪র্থ)। তাই এই বিষয়ে ক্যারিয়ার গঠনে রয়েছে ভালো সম্ভাবনা।