জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরাও হার মানলেন করোনার কাছে। যিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদৌলতে তাকে এই নামে চেনে সবাই। কেন শিমুরা ’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে দ্যা জাপান টাইমস এবং রয়টার্স ।
“জীবনটা বেদনা, মুলার জুস
কুুুুুত্তা ভাগ্য, ও সখিনা“
এই কথাগুলো বাংলাদেশের মানুষের মুখে হয়তো লেগে থাকবে অনেকদিন।
করোনভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত সাত লাখের বেশি মানুষ। মারা গেছেন ৩৪ হাজারের বেশি।
ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ছাড়াও অনেক দেশে ভয়াবহ আকার ধারন করেছে এই মহামারি কোভিড-১৯।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন। বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ মৃত্যু বরণ করেছেন ৫ জন।

কেন শিমুরার প্রকৃত নাম ইয়াসুনোরি শিমুরা৷ তিনি জাপানের রক অ্যান্ড রোল কমেডি ক্লাবের সদস্য ছিলেন৷ কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয়জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা।
বাংলাদেশের একটি অপেশাদার অনলাইন গ্রুপ শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক বাংলা ডাবিং করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে। এর ফলে তিনি বাংলাদেশেও সব বয়সী মানুষের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। আর তখন থেকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিত।
জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন।
শিমুরা জাপানের কৌতুক অভিনয়কে এক ব্যতিক্রম ধারায় নিয়ে গেছেন। তিনি প্রকৃতপক্ষেই একজন পাঁড় অভিনেতা ছিলেন। তিনি দ্য ইয়োতেঅভিনয়ের জন্য বেশি নাম করেছিলেন। ৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) এবং ‘হেনা ওজিসান’ (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।
গত ২০ মার্চ জ্বর ও নিউমোনিয়ার সংক্রান্ত জটিলতা নিয়ে টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিন দিন পর অর্থাৎ ২৩মার্চ করোনাভাইরাস ধরা পড়ে তাঁর। একসময় তাঁর অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে গতকাল ২৯মার্চ রোববার রাতে ৭০ বছর বয়সী কেন শিমুরা পরলোক গমন করেন।
তার মৃত্যুর শোক জানিয়ে এক জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ও মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশোহাইড সোগা এক টুইটবার্তায় বলেন,আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এখন ক্রান্তিকাল চলছে। আমাদের ছোঁয়াচে রোগ প্রতিরোধে আরও সচেতন হওয়া জরুরি।