শ্যাডো নিউজঃ করোনাভাইরাসের বিষয়ে সবাইকে সচেতন করতে আজ শুক্রবার একটি ডুডল প্রকাশ করেছে সার্চ ইন্জিন গুগল।কোভিড-১৯ বিস্তার রোধে গুগল ডুডলে ট্যাগ লাইন দিয়েছে ‘স্টে হোম, স্টে লাইভস'(ঘরে থাকুন, জীবন বাঁচান)।
করোনাভাইরাসের উপসর্গগুলো কি, কিভাবে এটি ছড়ায় এবং ভাইরাসটি প্রতিরোধে করনীয় কি আজকের ডুডলটিতে এ বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে।
গুগলের ডুডলে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছেঃ
গুগলের হোম পেইজের নিজস্ব লোগোটি পরিবর্তন একটি ডুডল ব্যবহার করেছে। বিশেষ ডুডলটিতে দেখা যাচ্ছে, গুগলের লোগোর ছয়টি ইংরেজি অক্ষরকে পাঁচটি ঘরের মধ্যে রাখা হয়েছে। প্রথম অক্ষরটি (জি) একটি বই পড়ছে। পরের দু’টি (ও, ও) একটি বড় ঘরে গান-বাজনা করছে। চতুর্থ (জি) ও ষষ্ঠ (ই) অক্ষর পরস্পরের সাথে ফোনে চ্যাট করছে। এবং তাদের মাঝের অক্ষর ‘এল’ দুই হাতে দুটি ডাম্বল নিয়ে শরীরচর্চা করতে ব্যস্ত। সব মিলিয়ে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে গুগলের বিশেষ এই ডুডলটি।
ডুডলটির নিচে একটি শেয়ার অপশন রয়েছে। ব্যবহারকারী চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি শেয়ার করতে পারবেন।
গুগলের ডুডলটিতে ক্লিক করলে করোনা প্রতিরোধে বিশেষ কিছু পরামর্শ দিচ্ছে। বারবার কমপক্ষে ২০ সেকেন্ড সাবান পানি বা অ্যালকোহল জাতীয় হ্যান্ডরাব দিয়ে হাত ধোয়া, ঘনিষ্ঠ অসুস্থ কারো সঙ্গে দেখা করতে হলে অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় যেতে হবে এবং কমপক্ষে ১ থেকে ৩ ফিট দুরত্ব বজায় রাখতে হবে, হাঁচি-কাশি দেবার সময় সাবধানতা অবলম্বন ও টিস্যু ব্যবহার করা, অসুস্থবোধ করলে অন্যদের থেকে বাসায় নিজেকে আইসোলেট রাখতে বলা হচ্ছে।
এছাড়াও যদি হাত পরিস্কার না থাকে তবে হাত দিয়ে নাক, মুখ বা ফেইস স্পর্শ করা থেকে বিরত থাকা এবং অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে আজকের ডুডলে। পরামর্শগুলোর পরে ডব্লিউএইচও-এর একটি ভিডিও লিংক দেয়া হয়েছে। ভিডিওতে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ কিছু পরামর্শ দেয়া হয়েছে।
কয়েকদিন আগেও হাত ধোয়ার পদ্ধতি ও “সংক্রমণ নিয়ন্ত্রণের জনক” হিসাবে পরিচিত ডাঃ ইগনাজ সেমেলওয়েসকে উৎসর্গ করে ৫১ সেকেন্ডের একটি অ্যানিমেটে ডডুডল প্রকাশ করেছিল গুগল।
প্রসঙ্গত, উল্লেখ্য, গুগল ডুডল হলো, গুগল কর্তৃক ডিজাইনকৃত বিশেষ কোন অর্জন, বিশেষ কোন ঘটনা, বা বিখ্যাত কোন ব্যক্তির স্বরণে গুগলের হোম পেইজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহৃত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়।