কোয়ালকম স্নাপড্রাগন টেক সামিট ২০২০ ইভেন্টে প্রসেসর নির্মাতা কোম্পানি কোয়ালকম তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ উন্মোচন করেছে। কোয়ালকমের দাবি, নতুন এই প্রসেসরটি কোয়ালকমের সবচেয়ে পাওয়ারফুল মোবাইল প্রসেসর, যা ব্যবহারকারীদের ‘প্রিমিয়াম অভিজ্ঞতা’ দিতে সক্ষম হবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এর স্পেসিফিকেশন ও ফিচার
স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮৬৫ এর থেকে ২৫ শতাংশ ভালো পারফরম্যান্স এবং ২৫ শতাংশ বেশি গ্রাফিক রেন্ডারিং করতে সক্ষম। কোয়ালকমের নতুন এই চিপসেটে সিপিইউ হিসেবে থাকছে, Kryo 680। থাকছে ২.৮৪ গিগাহার্জ (2.84 GHZ) ক্লক স্পীডের Cortex-X1 কোর, ২.৪২ গিগাহার্জ (2.42 GHZ) ক্লক স্পীডের তিনটি Cortex-A78 কোর এবং ১.৮ গিগাহার্জ (1.8 GHZ) ক্লক স্পীডের চারটি Cortex-A55 কোর। চিপসেটটিতে এলপি-ডিডিআর৫ সাপোর্ট করবে এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুযোগ থাকবে।

জিপিউ হিসেবে নতুন এই প্রসেসরে থাকছে Adreno 660। যা OpenGL ES 3.2, OpenCL 2.0 FP এবং Vulkan 1.1 সাপোর্ট করবে। এছাড়া চিপসেটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon X50 আরএফ সিস্টেম ৫জি মডেম।

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরে কানেক্টিভিটির জন্য Snapdragon X60 মডেম রয়েছে। প্রসেসররটিতে যুক্ত করা হয়েছে ফাস্টকানেক্ট ৬৯০০। ফলে Wi-Fi 6E, Wi-Fi 6, Wi-Fi 5, and 802.11 a/b/g/n, Bluetooth 5.2, GPS, Glonass, BeiDou, Galileo, QZSS, NavIC, and SBAS, NFC সাপোর্ট করবে। প্রসেসরটিতে কুইক চার্জ ৫ টেকনোলজি সাপোর্ট থাকছে। কোম্পানির দাবি, এটি ১৪৪ ফ্রেম রেটের গেম ডেলিভার করতে সক্ষম হবে।
স্ন্যাপড্রাগন ৮৮৮-এ ৪কে রেজ্যুলেশন পর্যন্ত এবং ৬০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে সাপোর্ট করবে। তাছাড়া ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের QHD+ ডিসপ্লে সাপোর্ট করবে। প্রসেসরটির ব্যবহারে প্রতি সেকেন্ডে ১২ মেগাপিক্সেল রেজুলেশনের ১২০ টি ছবি শ্যুট করা যাবে। থাকছে ৮কে/৩০এফপিএস এ ভিডিও রেকর্ড, ৪কে এইচডিআর সুবিধা।
কোয়ালকম জানিয়েছে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরটি সর্বপ্রথম শাওমির Mi 11 স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে।

কোয়ালকম স্নাপড্রাগন টেক সামিট ২০২০ ইভেন্টে শাওমির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানিয়েছেন, MI 11 সিরিজ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে লঞ্চ করা হবে।
এছাড়া স্মার্টফোন ব্রান্ড অপো জানিয়েছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হতে চলা Find X সিরিজে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে।
আরো পড়ুনঃ
আপনার মতামত দিন