করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।
আজ ১৮ জুলাই ২০২১ খ্রি. রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে ডিনবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া পরীক্ষা গ্রহণ ও প্রস্তুতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষার আগে অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণের ব্যাপারে প্রশিক্ষণ ও মডেল টেস্টও অনুষ্ঠিত হবে।
পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- প্রথম টার্মের রিভিউ ক্লাস চলবে ০১ আগস্ট থেকে ১৪ আগস্ট, অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট, মডেল টেস্ট ০১ সেপ্টেম্বর থেকে ০৬ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় রিভিউ ক্লাস ০৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে শুরু থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন,
রাবির নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
গবেষণা শুরু করার উপযুক্ত সময় কখন – রাউফুল আলম
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিতে লাগবে ইউনিক আইডি
বেরোবির অসমাপ্ত পরীক্ষা অনলাইনে যেভাবে হবে