করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে খুলছে বেরোবি ক্যাম্পাস এর আবাসিক হল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে আগামী ২ নভেম্বর এবং সশরীরে ক্লাস-পরীক্ষা হবে ১১ নভেম্বর থেকে।
গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শনিবার (৩০ অক্টোবর ২০২১) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার ও সংক্রমণ কমে যাওয়ায় সরকারী নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের আবাসিক হলসমূহ টিকা গ্রহণকারী (অন্তত ১ম ডোজ) শিক্ষার্থীদের জন্য আগামী ২ নভেম্বর হতে খুলে দেওয়া হবে এবং ১১ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। সশরীরে ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস-পরীক্ষা চলবে।
কথা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক স্যারের সাথে। তিনি বলেন, “খুবই আনন্দের এবং সময়োপযোগী সিদ্ধান্ত। শ্রেণিকক্ষে ফিরতে চায় প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী। সশরীরে শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আরও বেশি কার্যকর হবে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আমাদের এই ক্যাম্পাস।”
উল্লেখ্য, অন্তত প্রথম ডোজ টিকা গ্রহনকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি) মেনে চলতে হবে।
অবশেষে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে বেরোবি ক্যাম্পাস এ। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকা ক্লাসরুমগুলোতে ফিরেছেন শিক্ষার্থীরা। এই দীর্ঘ সময়ে অনলাইনে কিছু ক্লাস পরীক্ষা হলেও বন্ধ ছিল অনেক বিভাগের প্রাকটিক্যাল ক্লাস। কতৃপক্ষ যে লস রিকোভারি প্ল্যান করেছে তার বাস্তবায়ন হলে সেশনজট অনেকটাই কেটে যাবে বলছেন শিক্ষকরা। খুলছে
সংবাদ বিজ্ঞপ্তি।
আরো পড়ুন,
চবি সি ইউনিটের ফলাফল প্রকাশিত
আবারো একদিনের অনলাইন মেলা দারাজের ১১.১১ ক্যাম্পেইন
প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত